সিডনি: তিনি কেন অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) দলে সুযোগ পেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals)  জার্সিতে অল্প সুযোগেই বাজিমাত করেছিলেন। ব্যাট হাতে তরুণ ব্যাটারের বিধ্বংসী ফর্মের সামনে নাস্তানাবুদ হতে হচ্ছিল অনেক তারকা বোলারকেই। কিন্তু কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে তাঁর জায়গা ছিল না। কিন্তু অবশেষে চূড়ান্ত যে অজি দল ঘোষণা করা হয়েছে। সেখানে নাম রয়েছে জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের (Jake Fraser-McGurk)। শুধু তিনিই নন, নাম রয়েছে ম্য়াট শর্টের। তবে ১৫ সদস্যের মূল দলে না। দলের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে যাবেন ২ তরুণ। অন্য়দিকে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে খেলা আর হল না স্টিভ স্মিথ, জেসন বেহরনডর্ফের মত তারকা ক্রিকেটারদের। 


মে মাসের ১ তারিখ প্রথমে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘােষণা করা হয়েছিল। মিচেল মার্শের নেতৃত্বেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে অজি শিবির। অভিজ্ঞ ডেভিড ওযার্নার ওপেনিং স্লটে খেলবেন। এছাড়াও অ্যাস্টন অগারকে দলে নেওয়া হয়েছে। অ্য়াস্টন অগার ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল, সেই সময়ই শেষবার এই ফর্ম্য়াটে খেলতে নেমেছিলেন। কিন্তু তাঁকেও দলে সুযোগ দেওয়া হয়েছে। মার্কাস স্টোইনিস ও গ্লেন ম্য়াক্সওয়েল রয়েছেন অলরাউন্ডার হিসেবে। স্টোইনিস শতরানও হাঁকিয়েছিলেন চলতি আইপিএলে। ম্য়াক্সওয়েল লিগ পর্যায়ে আরসিবির শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধে ব্যাট হাতে ছোট ক্যামিও ইনিংস খেলেন। বল হাতেও উইকেট তুলে নেন তিনি। এচাড়াও ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা তো আছেনই। তিনজনই আইপিএলে খেলছেন এই মুহূর্তে। আর তিনজনই প্লে অফে আজ খেলতে নামবেন। সেক্ষেত্রে ম্য়াচ প্র্যাকটিসও পেয়ে যাচ্ছেন এই তারকারাও। 


 






টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড


মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্য়াস্টন অগার, গ্লেন ম্য়াক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জস ইংলিশ, নাথান এলিস, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ম্য়াথু ওয়েড, ক্যামেরন গ্রিন


রিজার্ভ প্লেয়ার


ম্য়াট শর্ট, জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক