ঢাকা: ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচের আগে সুখনিদ্রা দিচ্ছিলেন তাস্কিন আমেদ (Taskin Ahmed)। সেই ঘুম এমনই ছিল যে, ওঠা তো দূর স্থান, কারও ফোনও ধরেননি বাংলাদেশের পেসার। যে কারণে তিনি মাঠে আসার টিমবাস ধরতে পারেননি। মনে করিয়ে দেওয়া যাক, তাস্কিন শুধু বাংলাদেশের ক্রিকেটারই নন, দলের সহ অধিনায়কও। চাপের মুখে ক্ষমা চেয়ে নিয়েছেন তাস্কিন।


নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপে ভারতের ম্যাচের আগে অতিরিক্ত ঘুমিয়েছেন তাস্কিন। এতটাই গভীর ছিল সেই ঘুম যে, তাঁকে ফোন করেও পাওয়া যায়নি। কারও ফোন ধরেননি তাস্কিন।


ভারতের বিরুদ্ধে ম্যাচে দুই পেসার মাঠে নামিয়েছিল বাংলাদেশ। যা নিয়ে বিতর্কও কম হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কী করে আমেরিকার নিউ ইয়র্কের মাঠে দুই পেসার খেলানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বিশেষ করে যে দেশে পিচ থেকে পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। সব দলই যে মাঠে পেস আক্রমণে নির্ভর করেছিল। জানা গিয়েছিল, বাংলাদেশের কোচ চণ্ডিকা হাতুরেসিংঘে (Chandika Hathurusingha) তাস্কিনকে বাদ দিয়েছেন। তবে প্রশ্ন উঠেছিল কারণ, তাস্কিন বাংলাদেশের সহ অধিনায়ক। ঠিক কী কারণে সহ অধিনায়ককে বাদ দিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, তা নিয়ে জল্পনা ছিলই।


এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, 'তাস্কিন টিমবাস মিস করেছিল ঠিকই। তবে ও পরে মাঠে পৌঁছেছিল। কোচ কেন ওকে খেলায়নি, সেটা অবশ্য উনিই বলতে পারবেন। সেটা কোনও ক্রিকেটীয় কৌশলের কারণেও হয়ে থাকতে পারে।'


তবে এ নিয়ে কোনও বিতর্ক তৈরি হোক, চান না ওই ক্রিকেট কর্তা। কোচের সঙ্গে তাস্কিনের কোনও সমস্যা ছিল বলেও মনে করেন না তিনি। ওই কর্তা বলেছেন, 'কোচের সঙ্গে ওর কোনও সমস্যা থেকে থাকলে, আফগানিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচে তাস্কিন খেলল কী করে! তাস্কিন সতীর্থ ও দলের সকলের কাছেই ঘুম থেকে উঠতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন।'


যদিও সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়েছেন তাস্কিন। অনেকেই বলাবলি করছেন, এ কী কুম্ভকর্ণ নাকি! বিশ্বকাপের ম্যাচের আগে কেউ কী করে এরকম দায়িত্বজ্ঞানহীন হতে পারে!


আরও পড়ুন: ডুরান্ড কাপের সূচি ঘোষণা, কোথায়-কখন দেখবেন শতাব্দীপ্রাচীন ফুটবল টুর্নামেন্ট?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।