বেঙ্গালুরু: আইপিএলে শেষ ম্য়াচ খেলে ফেলেছিলেন তিনি প্লে অফেই। রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচের পরই গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন দীনেশ কার্তিক। ধারাভাষ্যকারের দায়িত্বে ফিরেই এবার বোমা ফাটালেন এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। তাঁর নিশানায় হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে ম্য়াচের সময় কীভাবে তাঁর সঙ্গে স্লেজ করতেন, সেই প্রসঙ্গেই কথা বলেছেন কার্তিক। ক্রিকবাজের এই সাক্ষাৎকারে তামিলনাড়ুর এই প্রাক্তন ক্রিকেটার বলেন, ''হার্দিক আমাকে স্লেজ করতে বলত, এখন লেগ স্পিনার এসেছে। থ্যাঙ্ক ইউ বলতে হবে।'' কার্তিক আরও বলেন, ''ও খুব ভালো বন্ধু। তারপর যখন বেশ কয়েকটা শট হাঁকাতাম, তখন ও বলত, মনে হয় কিছুটা ব্যাটিংয়ে উন্নতি হয়েছে।''
গত আইপিএলে মাঠে নামার আগে কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছিল কার্তিককে। তা নিয়েও নকি খোঁচা দিয়েছিলেন হার্দিক। বঢোদরার অলরাউন্ডার নাকি বলতেন, ''ধারাভাষ্যকার হয়েও কাজ করে চলেছে। এটা মজার ছিল। রোহিত শর্মাও এবার আমাকে ব্যঙ্গ করেছে। অহেতুক আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলার আশা দিয়েছিল।''
২০২২ আইপিএলে ভাল পারফরম্য়ান্সের পর তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কার্তিক ভাল কিছু তেমন করতে পারেননি। চলতি বছর আইপিএলেও ১৫ ম্যাচে কার্তিক ৩২৬ রান করেছেন অবিশ্বাস্য ১৮৬.৩৬ স্ট্রাইক রেটে। তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা হয়নি কার্তিকে। তবে বিরাট ও ধোনির থেকে পাওয়া প্রশংসা জীবনের অন্যতম প্রাপ্তি বলছেন কার্তিক। তিনি বলেন, ''বিরাট আমাকে আরসিবি শিবিরে ওর সতীর্থ হিসেবে দেখতে চেয়ছিল। এছাড়া ধোনি আমার কমেন্ট্রির প্রশংসা করেছিল।'' আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে না থাকলেও কমেন্ট্রি বক্সে দেখা যাবে কার্তিককে।
এর আগে দীনেশ কার্তিকের অবসরের পর বিরাট প্রশংসায় ভরিয়েছিলেন কার্তিককে। এক সাক্ষাৎকারে প্রাক্তন আরসিবি অধিনায়ক বলেন, ''প্রথমবার যখন আমি দীনেশ কার্তিককে দেখেছিলাম, সালটা খুব সম্ভবত ২০০৯। দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিলাম আমরা। দেখছিলাম যে সারাক্ষণ একটা ছেলে এদিক-ওদিক করে যাচ্ছে। এক জায়গায় স্থির থাকত না কখনও। এটাই ছিল ওকে নিয়ে আমার প্রথম ধারণা।'' উল্লেখ্য, আইপিএলে মোট৬টি দলে খেলেছেন কার্তিক। ২০২১ সাল পর্যন্ত কেকেআরের অধিনায়য়কও ছিলেন। কিন্তুব আহামরি পারফর্ম করতে পারেননি। ২০২২ সাল থেকে আরসিবি দলেই ছিলেন ডানহাতি উইকেট কিপার ব্যাটার।