বার্বাডোজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2024) আজ ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বৈরথ। বার্বাডোজে মুখোমুখি হবে ২ দল। কিন্তু যেভাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বৃষ্টি বারবার খেলায় বাধা তৈরি করছে। তাতে কি আদৌ ফাইনাল খেলা পুরো হবে? বার্বাডোজে খেলা স্থানীয় সময় সকাল ১০.৩০ থেকে। কিন্তু সূত্রের খবর, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেখানে। টসের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে নির্ধারিত সময় হওয়ার সম্ভাবনা কমছে। ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় টস করতে নামার কথা দু দলের অধিনায়ক রোহিত শর্মা ও এইডেন মারক্রামের।


ইংল্যান্ডের বিরুদ্ধেও টসের আগে অঝোরে বৃষ্টি হয়েছিল বলে তা পিছিয়ে গিয়েছিল। এবার বার্বাডোজেও সেই আশঙ্কা দেখা গিয়েছে। কিন্তু বৃষ্টি যদি পুরো খেলাকেই নষ্ট করে দেয়, তখন? সেক্ষেত্রে অবশ্য এখনই চিন্তার কিছু নেই। তবে সেক্ষেত্রে রিজার্ভ ডে রয়েছে। শনিবার যদি একান্তই খেলা আয়োজন করা সম্ভব না হয়, তবে কিন্তু রবিবার রিজার্ভ ডে রয়েছে। সেদিনই খেলা হবে।


বার্বাডোজের মেটিওরোলোজিকাল সার্ভিসের তরফে জানানো হয়েছে যে খেলার মাঝেই ঝড় বইতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ম্য়াচের সময়ই বৃষ্টি নামতে পারে অঝোরে। 


 






আজ কখন, কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ?


কাদের ম্যাচ?


টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মহারণে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা


কবে খেলা?


ম্যাচটি হবে ২৯ জুন, শনিবার


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় শনিবার রাত ৮টায় ম্যাচ শুরু, টস হবে ঠিক তার আধা ঘণ্টা আগে অর্থাৎ ৭.৩০টায়


কোথায় ম্যাচ?


ম্যাচটি খেলা হবে বার্বাডোজের ১২০ বছর পুরনো কেনজিংটন ওভাল স্টেডিয়ামে


ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হেলায় হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। ভারতীয় দল ২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা। আর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ একবারই ঘরে তুলতে পেরেছিল টিম ইন্ডিয়া। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছাতে পেরেছে। তাদের সামনে সুযোগ ট্রফি জয়ের প্রথমবার।