বার্বাডোজ়: গোটা টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে ব্যর্থ। ৭ ম্য়াচে করেছেন ৭৫ রান। সর্বোচ্চ? মাত্র ৩৭। দুবার ০ করে আউট হয়েছেন। বিরাট কোহলির (Virat Kohli) কাছে চলতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) কাটছে দুঃস্বপ্নের মতো। ফাইনালে কী হবে? চলবে কোহলির বল্লা?
'বিরাট রান পায়নি ঠিকই। তবে সবচেয়ে ইতিবাচক হল যে, ও ব্যাটের মাঝখান দিয়ে শট খেলছে। ব্যাটের স্যুইট স্পটে বল লাগাতে পারাটাও দারুণ অনুভূতি। তাতেই বোঝা যায় যে, ও বড় ইনিংস খেলার সামনেই দাঁড়িয়ে,' সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা।
অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে ভারত। ওয়ান ডে বিশ্বকাপের মতোই। কোহলির কোচ যা নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, 'দারুণ খুশির খবর যে, আমরা শুধু ফাইনালেই উঠিনি, উঠেছি অপরাজিত থেকে। দারুণ খেলছে গোটা দল।'
কিন্তু সকলের নজর যে কোহলির দিকে। আইপিএলে ছিলেন স্বপ্নের ফর্মে। ১৫ ম্যাচে করেছিলেন ৭৪১ রান। গড় ছিল ৬১.৭৫। জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ। সবচেয়ে বড় কথা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ইনিংস ওপেন করেছিলেন। জানিয়েছিলেন, টি-২০ ফর্ম্যাটে ওপেনার হিসাবে খেলাই তাঁর সবচেয়ে পছন্দের। তারপর টি-২০ বিশ্বকাপেও রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসাবেই নামছেন কোহলি। কিন্তু রানের খরা চলছে। শেষ দুই ম্যাচে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন কোহলি। যা ভক্ত ও অনুরাগীদের উদ্বেগে রাখছে।
রাজকুমার শর্মা অবশ্য চিন্তিত নন। বলেছেন, 'ও দলের কৌশল অনুযায়ী খেলছে। দলের পরিকল্পনা মাঠে নেমে কার্যকর করার চেষ্টা করছে।' ছোটবেলার কোচের পরামর্শ, 'পাওয়ার প্লে কাজে লাগাতে হবে বিরাটকে। ফিল্ডিংয়ের বিধিনিষেধের ফায়দা তুলতে হবে।'
আরও পড়ুন: বিপজ্জনক বুমরার ২৪ বলই ম্যাচের রং পাল্টে দিতে পারে, দ্রাবিড়ের জন্য কাপ জিতুক ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।