ফ্লোরিডা: ম্যাচটি ছিল নিয়মরক্ষার। ভারত আগেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটে জায়গা করে নিয়েছে। কানাডা আগেই ছিটকে গিয়েছে সুপার এইটের দৌড় থেকে। তবু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা (India vs Canada) মুখিয়ে ছিলেন বেশ কয়েকটি বিষয়ের জন্য। এক, চারে চার করে সুপার এইটে পৌঁছতে পারবে ভারত? দুই, সুপার এইট পর্বের আগে ব্যাটে রান ফিরবে বিরাট কোহলির?


তবে সব প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল। ফ্লোরিডায় বৃষ্টি ও ভিজে মাঠের জন্য ভেস্তে গেল ভারত বনাম কানাডা ম্যাচ। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করল ভারত।


লডারহিলে বৃষ্টির আশঙ্কা ছিলই। আগেই বোঝা গিয়েছিল যে, ভারত বনাম কানাডা ম্যাচ ভেস্তে যেতে পারে। যে ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। বৃষ্টি থেমে গিয়েছিল। তবে মাঠ ভিজে থাকায় টসও করা গেল না। চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। মাঠ শুকনো করে তোলার জন্য কোনও চেষ্টার কসুর করেননি। এমনকী, হেয়ার ড্রায়ার দিয়েও মাঠের ভিজে অংশ শুকনোর চেষ্টা করা হয়। তবে সব প্রয়াসই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 


 






ভারতীয় সময় রাত ৯টায় মাঠ পর্যবেক্ষণ ছিল। দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠ পর্যবেক্ষণ করেন। ইতিউতি তখন ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন নিয়ম। যার মধ্যে অন্যতম, অন্তত ৫ ওভারের ম্য়াচ করতে হলে তা শুরু করা যাবে ভারতীয় সময় রাত পৌনে বারোটায়। ৫ ওভারের ম্যাচ করতে হলেও অবশ্য মাঠ যেরকম পরিস্থিতিতে থাকার প্রয়োজন ছিল, বাস্তবে তা করা যায়নি। শেষ পর্যন্ত ভারতীয় সময় রাত ৯.০৩ মিনিটেই ম্যচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। আম্পায়াররা মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানিয়ে দেন, ম্যাচ শুরু করা সম্ভব নয়।                               


আরও পড়ুন: রোহিত-কোহলিদের থেকে শেখা মন্ত্রেই প্রতিপক্ষদের ঘায়েল করতে চান বাংলার পেসার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।