নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আগামীকাল নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কেমন হবে সম্ভাব্য একাদশ? বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে দলের প্রত্যেক প্লেয়ারই মোটমুটি সুযোগের সদ্বব্যবহার করেছেন। সেই তালিকায় রোহিত, হার্দিক থেকে শুরু করে পন্থও রয়েছেন। বোলিং বিভাগে অর্শদীপের মত তরুণ পেসারও রয়েছেন তালিকায়। কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর বেছে নিলেন আয়ারল্যান্ড ম্য়াচে নিজের পছন্দের ভারতীয় একাদশে। 


বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে ভারতের ১৫ সদস্যের মধ্যে ১২ জন খেলতে নেমেছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে বাদ ছিলেন বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। প্রস্তুতি ম্য়াচে সঞ্জু স্যামসনকে খেলানো হয়েছিল। কিন্তু গাওস্কর যে একাদশ বানিয়েছেন, তাতে স্যামসনকে রাখেননি তিনি। কিন্তু জয়সওয়ালকে দলে ঢুকিয়েছেন। বিরাট ও রোহিতকে ওপেনার হিসেবেই দেখছেন সানি। তিনে নামাচ্ছেন জয়সওযালকে। চারে সূর্যকুমার যাদব। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অলরাউন্ডার হিসেবে প্রাক্তন ভারতীয় ওপেনার হার্দিক ও দুবে দুজনকেই রেখেছেন। দুজনেই প্রস্তুতি ম্য়াচে খেলেছিলেন। হার্দিক ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছিলেন। বল হাতে শিবম দুবে ২ উইকেট নিয়েছিলেন।


স্পিনার অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজাকেই অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রাখছেন গাওস্কর। অন্যদিকে যুজবেন্দ্র চাহাল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল দলে থাকলেও প্রস্তুতি ম্য়াচে খেলেননি। এক্ষেত্রেও আগামীকালের ম্য়াচের জন্যও গাওস্কর কুলদীপকেই একাদশে রাখছেন। তবে গাওস্করের একাদশে চমক বলতে অর্শদীপের না থাকা। বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু তাঁকে রাখেননি লিটল মাস্টার। সিরাজ ও বুমরাকেই পছন্দের একাদশে রেখেছেন। 


 






সুনীল গাওস্করের পছন্দে ভারতীয় একাদশ


রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ


টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ১৭ বছরে প্রথমবারের পর থেকে আর জিততে পারেনি দল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে উদ্বোধনী মরশুমেই ২০০৭ সালে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। এছাড়াও শেষবার আইসিসি ট্রফিও জিতেছিল ভারত ২০১৩ সালে। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে কি আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের অপেক্ষার অবসান হবে? উত্তর সময়ই দেবে।