মুম্বই: আইপিএল শেষ হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। আগামী ১ তারিখ থেকে শুরু হতে চলেছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় দল আগামী ৫ তারিখ প্রথম ম্য়াচ খেলতে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচটি আছে আগামী ৯ তারিখ। সেদিন ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। কিন্তু এই ম্য়াচের টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যার জন্য এবার আসরে নামলেন প্রাক্তন ক্রীড়াপ্রশাসক ললিত মোদিও।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিটের দাম নাকি ধার্য করা হয়েছে ১৭ লক্ষ টাকা। এর এতেই সোশ্য়াল মিডিয়ায় ঝড় উঠেছে। এমনকী নিজের এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে আইসিসিকে একহাতও নিয়েছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তিনি লেখেন, ''আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)। ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকিট বিক্রি করে লাভ করার জন্য নিশ্চয় প্রতিযোগিতা করা হচ্ছে না।''
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। সেদিন বিরাট কোহলির ব্য়াটে জয় এসেছিল। কেরিয়ারের অন্যতম সেরা একটি টি২০ ম্য়াচ খেলেছিলেন কিং কোহলি। এবারও তাঁর ব্যাট জ্বলে উঠুক, এমনটাই চাইবেন ভারতীয় সমর্থকরা। রোহিত শর্মা, বিরাট কোহলির এটাই হয়ত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে চাইবেন ২ তারকা।
মেগা টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের দিনক্ষণও আইসিসির তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলা হবে বলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে। ৯ জুন নিউ ইয়র্কে মেগা টুর্নামেন্টের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের আগে ভারতীয় দল একটি প্রস্তুতি ম্যাচই খেলবে। ১ জুন পড়শি বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।