বার্বাডোজ: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ ব্রিজটাউন বিমানবন্দর, বাতিল উড়ান। বার্বাডোজের টিম হোটেলেই আটকে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (T20 World Cup 2024 Winner) ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অ্যাটলান্টিক মহাসাগরে হারিকেন ‘বেরিল’ তৈরি হয়েছে। যার সর্বোচ্চ গতিবেগ ২১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই সতর্ক ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউন বিমানবন্দরে বন্ধ করে দেওয়া উড়ান চলাচল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিরাট-রোহিত-বুমরারা কবে দেশে ফিরবেন তা অনিশ্চিত।


বার্বাডোজের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে যে, ঘূর্ণিঝড় হ্যারিকেন আছড়ে পড়তে পারে। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছে। আর সেই জন্যই একাধিক বিমান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন 'বেরিল' তৈরি হয়েছে। যা শক্তি বৃদ্ধি করে ক্রমশ অগ্রসর হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে। স্থলভাগে আছড়ে পড়লে বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে। তাই আগে থেকেই বিমানবন্দরে উড়ান বাতিল করা হয়েছে। আপাতত বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হচ্ছে প্রতি মুহূর্তে। শোনা যাচ্ছে যে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হলে বার্বাডোজ থেকে বিমান ছাড়া সম্ভব হচ্ছে না। আপাতত টিম হোটেলেই পরিবার, পরিজন ও সাপোর্ট স্টাফদের সঙ্গে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। প্রায় ৭০ জনের মত এই মুহূর্তে টিম হোটেলে আটকে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আজই ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরতে পারেন কি না তা এখন দেখার।


উল্লেখ্য, আজই ভারতের মাটিতে পা রাখার কথা ছিল টিম রোহিতের। ১১ বছর পর রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি ট্রফি ঘরে তুলেছে ভারতীয় দল। এমনকী ১৩ বছর পর ফের একবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে তারা। ম্য়াচে হার্দিক পাণ্ড্যর বোলিং, সূর্যকুমার যাদবের ম্য়াচ জেতানো বাউন্ডারি লাইনে ক্য়াচ। যশপ্রীত বুমরার ডেথ ওভারে দুর্দান্ত নিয়ন্ত্রণ। ব্যাট হাতে বিরাটের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অর্ধশতরান। একাধিক মুহূর্ত তৈরি হয়েছে ব্রিজটাউনে। ম্য়াচের পর রোহিত শর্মার চোখে জল। হার্দিক পাণ্ড্যর চোখে জল। হার্দিককে কোলে তুলে নিয়েছিলেন রােহিত। এমনকী তাঁকে ম্য়াচের পর চুমুও খাচ্ছেন হিটম্য়ান। এগুলোই তো মুহূর্ত। বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বিরাট ও রোহিত। গতকাল সেই পথেই হাঁটেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। তবে তিনজনই আইপিএলের মঞ্চে খেলবেন। 


আরও পড়ুন: 'ভাষা হারিয়েছি', ভারতীয় ক্রিকেটের নতুন সকালে সমর্থকদের বার্তা রোহিতের