বার্বাডোজ়: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর প্রায় ৪ দিন আটকে ছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। হারিকেন বেরিলের (Hurricane Beryl) দাপটে কার্যত হোটেলবন্দি হয়ে থাকতে হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের। অবশেষে ভারতের পথে রওনা হলেন টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেটারেরা। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে বার্বাডোজ় বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা।
ওয়েস্ট ইন্ডিজ় থেকে বুধবারই যে ভারতীয় দল রওনা হচ্ছে, সে ইঙ্গিত সকালেই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় টি-২০ বিশ্বকাপের ছবি দিয়ে লিখেছিল, এবার বাড়ি ফেরার পালা।
হারিকেন বেরিলের দাপটে বার্বাডোজ়ে আটকে পড়া ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলেন বোর্ড সচিব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে পড়া সাংবাদিকদেরও দলের সঙ্গে একই বিমানে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন জয় শাহ।
বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছনোর কথা ভারতীয় ক্রিকেটারদের। তারপরই রোহিত, কোহলিরা দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন রোহিতরা। ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পরই রোহিতদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। কোহলিদের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তিনি।
নয়াদিল্লি থেকে বৃহস্পতিবারই মুম্বইয়ে যাওয়ার কথা রোহিতদের। সেখানে হুডখোলা বাসে করে টি-২০ ট্রফি নিয়ে শহর পরিক্রমা করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক যেমন হয়েছিল ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত ওয়ান ডে বিশ্বকাপ জেতার পরে।
যে মাঠে ধোনির ভারত ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেও যাওয়ার কথা রোহিতদের। স্টেডিয়াম সংলগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টারে গিয়ে বোর্ড সচিব জয় শাহর হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ভারতীয় দলের। সন্ধ্যায় মুম্বই থেকেই যে যাঁর বাড়ির উদ্দেশে রওনা হয়ে যাবেন।