বার্বাডোজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে চাঞ্চল্য়কর মৃত্যুর খবর। স্যুইমিং পুলে ডুবে মারা গেলেন ইরফান পাঠানের (Irfan Pathan) মেকআপ আর্টিস্ট (Makeup Artist) ফৈয়জ আনসারি। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার (Indian All Rounder)। সেখানেই ইরফানের মেকআপের দায়িত্বে ছিলেন ফৈয়জ। টুর্নামেন্টের মাঝেই এমন ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।


আজ থেকে ২২ বছর আগে বিজনোর থেকে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন ফৈয়জ। সেখানেই নিজের স্যালুন খুলে বসেন তিনি। সেই সময় ইরফান পাঠান ফৈয়জের স্যালুনে যেতেন। এরপরই পাঠানই নিজে উদ্যোগ নিয়ে ফৈয়জকে তাঁর ব্য়ক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজে নিয়োগ করেন। দেশে হােক বা বিদেশে যে কোনও সফরে পাঠান যখন যান, ফৈয়জও তাঁর সঙ্গেই থাকেন। গত ২১ জুন, শুক্রবার স্যুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন পাঠানের মেকআপ আর্টিস্ট। সেই সময়ই নাকি জলে ডুবে যান তিনি। জানা গিয়েছে ২ মাস আগেই ফৈয়জ বিয়ে করেছিলেন। আটদিন আগেই মুম্বই ফিরে গিয়েছিলেন ফৈয়জ। তাঁর আকস্মিক মৃত্যুতে আঁধার নেমে এসেছে আনসারি পরিবারে।


এর আগে ২০০৭ সালের বিশ্বকাপের সময় পাকিস্তানের কোচ বব উলমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেবার ওয়ান ডে বিশ্বকাপের আসর বসেছিল। সেই টুর্নামেন্টের মাঝেই হোটেল থেকে উদ্ধার হয়েছিল উলমারের দেহ। সেই টুর্নামেন্টে পাকিস্তানের চূড়ান্ত ম্য়াচের তিনদিন আগে জামাইকায় নিজের হোটেলের রুম থেকে উমলারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় যদিও কাউকে পরবর্তীতে দোষী কিনা প্রমাণিত হয়নি। তবে সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই আরও একটা বিশ্বকাপের আসরেই ফের মৃত্যু সংবাদ।  


এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। এখনও পর্যন্ত সুপার এইটের মহারণে ভারত দুটো ম্য়াচ খেলতে নেমেছিল। প্রথম ম্য়াচে আফগানিস্তান ও পরের ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল। তারা সেমির টিকিট অফিশিয়ালি না পেলেও আজ ম্য়াচের পরই সেমিতে পাকাপাকি জায়গা করে নেবে। কিন্তু গ্রুপ শীর্ষে থেকে সেমিতে পা রাখতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ জিততেই হবে ভারতকে। অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্য়াচের মাঝে। সেক্ষেত্রে পয়েন্ট  ভাগ হয়ে গেলেও ভারতই শীর্ষে থেকে হয়ত চলে যাবে সেমিফাইনালে। অন্য় গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিতে চলে গিয়েছে।