গায়ানা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ড (India vs England) দ্বৈরথ। যে ম্যাচের আগে ২ বছর আগের তিক্ত স্মৃতি ভুলতে পারছেন না সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেবার ভারতকে ১০ উইকেটে দুরমুশ করেছিল ইংল্যান্ড।


মঞ্জরেকরের মতে, সেই সেমিফাইনাল হারার জন্য অন্যতম দায়ী ছিলেন দলের দুই সিনিয়র ক্রিকেটার, রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর সেই পরাজয়ের ধাক্কা ভারতের টি-২০ ক্রিকেট নিয়ে মনোভাবই বদলে গিয়েছিল বলে মনে করেন মঞ্জরেকর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে সেই সেমিফাইনালে ভারতের দুই সেরা ব্যাটারের ইনিংস দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কোহলি সেই ম্যাচে ৪০ বলে ৫০ রান করেছিলেন। রোহিত শর্মা করেছিলেন ২৮ বলে ২৭ রান। ২০ ওভারের শেষে ভারত তুলেছিল ১৬৮/৬। ইংল্যান্ডের দুই ওপেনার যে লক্ষ্যকে নিয়ে ছেলেখেলা করেছিল। মাত্র ১৬ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। লজ্জার পরাজয় হজম করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। 


 






মঞ্জরেকর বলেছেন, 'টি-২০ দল হিসাবে ভারত সম্পূর্ণ বদলে গিয়েছে। হয়তো ওরা স্বীকার করবে না। তবে ২ বছর আগের সেই ম্যাচ ভারতের জন্য চোখ খুলে দেওয়ার ম্যাচ ছিল। রোহিত শর্মা ও বিরাট কোহলি - কেউই কোনওদিন বলবে না যে, সেদিন ওরা ভারতকে হেরে যেতে সাহায্য করেছিল। তবে এই ভারতীয় দল সম্পূর্ণ নতুন, আলাদা ভারতীয় দল।'


২ বছর আগের সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। মঞ্জরেকরের মতে, এবারের ইংল্যান্ড দলের চেয়েও ২০২২ সালের ইংল্যান্ড দল অনেক বেশি শক্তিশালী ছিল। বলেছেন, 'ভারতের পক্ষে ভাল হল যে, এবারের ইংল্যান্ড দল ২ বছরের আগের দলের মতো শক্তিশালী নয়। তাতে ভারতের ভাল হবে।'


আরও পড়ুন: ''একটু বুদ্ধি খাটিয়ে মন্তব্য করা উচিত'', অর্শদীপের পাশে দাঁড়িয়ে ইনজিকে খোঁচা রোহিতের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।