কাঠমান্ডু: তাঁর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছিল। তাঁকে জেলেও বন্দি থাকতে হয়েছে। পরে আদালত তাঁকে নির্দোষ বলে মুক্তি দেয়। কিন্তু আটকে গিয়েছিল টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলা। কারণ, এবারের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হচ্ছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে। আমেরিকা তাঁর ভিসার আবেদন খারিজ করে। তাই বিশ্বকাপ খেলাই কার্যত আটকে গিয়েছিল সন্দীপ লামিছানের। 


তবে শেষ পর্যন্ত নেপালের স্পিনারের জন্য কিছুটা স্বস্তির খবর। আমেরিকা ভিসার আবেদন খারিজ করলেও, ওয়েস্ট ইন্ডিজ়ে যেতে সমস্যা হবে না সন্দীপের। আর সেই ছাড়পত্র পেয়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেন সন্দীপ। কিংসটাউনে সেন্ট ভিনসেন্টে নেপালের শেষ দুটি গ্রুপ পর্বের ম্য়াচে খেলবেন তিনি। এ ব্যাপারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র কাছে ছাড়পত্র চেয়েছিল নেপাল ক্রিকেট বোর্ড। সোমবার সেই অনুমতি পাওয়া গিয়েছে। সেন্ট ভিনসেন্টের জন্য কোনও ভিসা লাগছে না সন্দীপ লামিছানের।


নেপালের ১৫ সদস্যের মূল দলের সদস্য ছিলেন না সন্দীপ। আইসিসি-র ওয়েবসাইটেও সেই তথ্যই রয়েছে। আমেরিকার ভিসা না পাওয়ায় গত মাসেই ঠিক হয়ে যায় যে, নির্দোষ ঘোষিত হলেও টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না লামিছানের।


 





লামিছানের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছিল। আদালতের রায়ে জেলে যেতে হয়েছিল নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানেকে (Sandeep Lamichhane)। যিনি এক সময় আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলেও ছিলেন। তবে নেপালের পাটান হাই কোর্ট (Patan High Court in Nepal) লামিছানেকে নির্দোষ চিহ্নিত করে। তাঁর ক্রিকেট খেলা আর আটকে রাখা যাবে না বলেও জানানো হয় আদালতের তরফে। তারপর থেকেই জোর জল্পনা চলছিল, তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপাল দলে দেখা যাবে লামিছানেকে? যদিও পরে ভিসা সংক্রান্ত জটে লামিছানের খেলা আটকে যায়।


নেপালের ক্রিকেটপ্রেমীরা জানলে স্বস্তি পাবেন যে, দলের সেরা তারকা অবশেষে টি-২০ বিশ্বকাপে খেলার অনুমতি পেয়ে গিয়েছেন।



আরও পড়ুন: জুতো লক্ষ্য করে বোলিং, পাঞ্জাবি গান আর খাবার, বুমরার অজানা গল্প শোনালেন সতীর্থ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।