নিউ ইয়র্ক: আইপিএলের পরই তিনি ছুটির মেজাজে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচ দেখতে গিয়েছেন মার্কিন মুলুকে। সঙ্গে স্ত্রী ডোনা, কন্যা সানা ও সহকর্মীদের কয়েকজন। ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একটি ছবি।


আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট তিনি। তবে দিল্লি ক্যাপিটালস এবার সাড়া জাগিয়েও শেষ পর্যন্ত প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়। আইপিএল শেষ হওয়ার পরই সৌরভ সপরিবার গিয়েছেন আমেরিকায়। এবারের টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়। ভারত ম্যাচ নিউ ইয়র্কে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে। রবিবার, ৯ জুন নিউ ইয়র্কেই রোহিত শর্মাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।


সেই ম্যাচ দেখার জন্য নিউ ইয়র্কেই আছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। তার ফাঁকেই পরিবার ও সহকর্মীদের নিয়ে নিউ ইউয়র্কের রাস্তায় ঘুরে বেড়ালেন মহারাজ। ছুটির মেজাজে। মার্কিন মুলুকে বেশ রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে সৌরভকে। স্ত্রী ডোনার সঙ্গে একটি ছবি তুলেছেন তিনি। সেই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী ডোনাকে পিছনে থেকে জড়িয়ে ধরেছেন সৌরভ। জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারের পরে রয়েছেন চেকড ফুল শার্ট, ট্রাউজার্স, পায়ে সাদা জুতো, মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। ডোনা পরে রয়েছেন ঘিয়া রংয়ের কুর্তি, কালো লেগিংস ও স্নিকার্স। 


সেই ছবি দেখে ভক্ত-অনুরাগীরা যারপরনাই খুশি। অনেকেই লিখেছেন 'জাস্ট লুকিং লাইক আ ওয়াও।' সোশ্যাল মিডিয়ায় কয়েক মাস আগে সুপারহিট হয়েছিল যে লাইন।


 






নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে একটি ক্রিকেট আড্ডাতেও যোগ দেন সৌরভ। সেখানে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিসের সঙ্গে ম্য়াচ নিয়ে বিশ্লেষণ করেন সৌরভ।                            


আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পরে আধ্যাত্মিক সানিয়া! টেনিস সুন্দরী বেরিয়ে পড়ছেন হজযাত্রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।