সন্দীপ সরকার, কলকাতা: ১৯ নভেম্বর, ২০২৩। তারপর ২৯ জুন, ২০২৪। মাঝে মাত্র সাত মাসের ফারাক। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে সাত মাসের মধ্যে দু-দুটি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যে কৃতিত্বে মুগ্ধ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সাত মাসের মধ্যে ফের এক ফাইনালে ভারত হারতে পারে না, বিশ্বাস সৌরভের। আর হেরে গেলে?


'আমার মনে হয় না সাত মাসের মধ্যে ও দুটো বিশ্বকাপের ফাইনালে হেরে যেতে পারে। আর যদি ওর নেতৃত্বে সাত মাসের মধ্যে দুটি ফাইনালে হেরে যায় ভারত, ও হয়তো বার্বাডোজ় সমুদ্রে ঝাঁপ দেবে,' এবিপি আনন্দের প্রশ্নে হাসতে হাসতে বলছিলেন সৌরভ। শুক্রবার দুপুরে মধ্য কলকাতার এক হোটেলে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। সেখানে তিনি বলেন, 'ভারতীয় দলের জন্য শুভেচ্ছা রইল। আশা করছি ওরাই জিতবে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত। দুর্দান্ত ব্যাটিং করছে। আশা করছি শনিবারও ওর এই ব্যাটিংই দেখতে পাব। আশা করছি কাল ভারত জয়ী দল হিসাবেই মাঠ ছাড়বে। ভারতীয় দলের উচিত মাঠে নেমে স্বাধীনভাবে খেলা।'


১১ বছর আগে শেষ আইসিসি ট্রফি জিতেছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। তারপর থেকে পাঁচটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেও হেরেছে ভারত। ফের একটি বিশ্বকাপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালের আগে রোহিতকে কী পরামর্শ দেবেন? সৌরভ বলছেন, 'আমি চাইব না রোহিত আমার পরামর্শ নিক। কারণ, আমার নেতৃত্বে ভারত দুটি ফাইনাল খেলেছে। একটায় হেরেছি, আর একটায় যুগ্মভাবে জয়ী হয়েছিলাম। আমি শুধু চাই রোহিতরা জিতুক।'


কিন্তু বারবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠে পরাজয়ের কারণ কী? সৌরভের কথায়, 'আমি অন্যভাবে বিষয়টা দেখি। আমরা অন্তত ফাইনালে তো উঠছি। ইতিবাচক দিক হল ভারত কোনও টুর্নামেন্টেই শুরুর দিকে ছিটকে যাচ্ছে না। দ্বিতীয়ত, ভারত দাপট নিয়ে খেলছে। সাত মাস আগে ভারতের মাটিতে বিশ্বকাপ দেখেছিলেন। প্রতিযোগিতার সেরা দল ছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। গোটা টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার চেয়ে ভাল ক্রিকেট খেলেছিল ভারত। একটা খারাপ দিন সব শেষ করে দিয়েছিল।' যোগ করেছেন, 'এবারও অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। প্রতিযোগিতার সেরা দল ভারতই। আশা করছি কাল ভাগ্য একটু সাহায্য করবে ভারতকে। কারণ বড় টুর্নামেন্ট জিততে গেলে সেটা চাই।'


আরও পড়ুন: ৬ মাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারিয়েছিলেন, ভারতকে তুললেন ফাইনালে, রোহিতে মুগ্ধ দাদা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।