বার্বাডোজ: শুরুতেই ধাক্কা। রোহিত আউট, পন্থ আউট। ছিল আকাশের মুখ ভার। সেখান থেকেই ভারতীয় ড্রেসিংরুমে প্রত্যেকের মুখ ভার হয়ে গিয়েছিল। প্রথম দু ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেখান থেকেই দলের হাল ধরলেন বিরাট কোহলি ও অক্ষর পটেল। গোটা টুর্নামেন্টে ব্যাট চলেনি। সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছিল। টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নেওয়ার আবেদনও করা হচ্ছিল বিরাটকে। আজ ফাইনাল ম্য়াচে কোহলি বুঝিয়ে দিলেন কেন তিনি 'কিং'। ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেললেন বিরাট। অন্য়দিকে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন অক্ষর পটেল। তিনি হাঁকালেন ৪৭ রানের ইনিংস। ভারত শুরুতে একটু ধীর গতিতে খেললেও পরে নির্ধারিত ২০ ওভারে বোর্ডে ১৭৬/৭ তুলে কড়াই চ্যালে়্জের সামনে ফেলে দিল প্রোটিয়া বাহিনীকে। এবার বাকি কাজটা সারতে হবে বুমরা, কুলদীপকে।
টস জিতে এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম ওভারেই ১৫ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। অফফর্মের বিরাটের সেই ওভারেই ব্যাট থেকে আসে তিনটি বাউন্ডারি। পরের ওভারে কেশব মহারাজকে দুটো বাউন্ডারি মারেন রোহিত শর্মাও। ভালই শুরু করে ভারত। কিন্তু সেই ওভারেই রোহিতকে প্যাভিলিয়নে ফেরান কেশব। স্যুইপ মারতে গিয়ে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। এরপর সেই ওভারেই পন্থকেও ফিরিয়ে দেন মহারাজ। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের উইকেট কিপার। দ্রুত ২ উইকেট হরানোর পর টিম ম্য়ানেজমেন্ট অক্ষরকে পাঠিয়েছিল একটু খেলার গতি কমানোর জন্য। কিন্তু অক্ষর এসে মারমুখি ব্যাটিং শুরু করেন। বিরাট অন্যদিকে তখন অ্যাঙ্করের ভূমিকায় ছিলেন। অক্ষর অন্যদিকে রাবাডা থেকে মহারাজ এমনকী শামসি সবাইকেই চালিয়ে খেলছিলেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলে আউট হন অক্ষর। ১টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান ভারতের অলরাউন্ডার। ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় তারকা অলরাউন্ডারকে। বিরাট যদিও ধীরে ধীরে স্কোরকে এগিয়ে নিয়ে গিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন ৪৮ বলে। তখনও পর্যন্ত তাঁর স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হচ্ছিলই। তবে বিরাট হয়ত ভেবেছিলেন শেষেরদিকে মেরে খেলে রান তুলবেন। ঠিক সেটাই করলেন। অর্ধশতরানের পর হাত খুললেন। শেষ পর্যন্ত ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন কিং কোহলি। হাঁকালেন ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা। আজ প্রয়োজনের ম্য়াচে রান পেলেন শিবম দুবেও। ১৬ বলে ২৭ রান করেন তিনি। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটার। মার্কো ইয়েনসেকে ১৯ তম ওভারে ভারতীয় ব্যাটাররা নেন ১৭ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্য়ে ২টো করে উইকেট নেন নোকিয়া ও মহারাজ।