বার্বাডোজ: ২০১৮ সালে একটা তরুণ ভারতীয় দল (India Cricket Team) বিশ্বমঞ্চে দাপট দেখিয়ে বিশ্বজয় করেছিল। পৃথ্বী শ-র নেতৃত্বে সেই দলটা ছিল অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই দলটার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। নিজের সময় টেস্ট ক্রিকেটে দ্রাবিড় ছিলেন সৌরভের দলের রত্ন। কিন্তু দীর্ঘ কেরিয়ারে বিশ্বকাপ জিততে পারেননি দ্রাবিড়। ২০০৩ সালে সৌরভের নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও সেই ম্য়াচেও হারতে হয় টিম ইন্ডিয়াকে। একটা আক্ষেপ তো রয়েই গিয়েছিল। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও অজিদের বিরুদ্ধে হারতে হয়েছে। এবার আরও একটা সুযোগ এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সিনিয়র দলে কােচ হিসেবে বিশ্বজয়ের। আজ দক্ষিণ আফ্রিকাকে হারানোর লড়াইটা শুধু রোহিতদের নয়। কোচ দ্রাবিড়েরও।
২০০৭ সাল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন দ্রাবিড়। কিন্তু সেবার লজ্জার পারফরম্য়ান্সে গ্রুপ পর্ব থেকেই হেরে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পরও হতাশা ঝড়ে পড়ছিল ভারতীয় ক্রিকেটের দ্য ওয়ালের চোখে মুখে। শোনা যাচ্ছিল কোচের পদ থেকে সরে যাবেন তিনি। কিন্তু বোর্ডের তরফে ও রোহিত শর্মার তরফে অনুরোধ করা হয় দ্রাবিড়কে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকে যেতে। দ্রাবিড় থাকলেন। কোচ হিসেবে দলকেও ফাইনালে তুললেন আরও একবার। ফাইনালের আগের দিন রোহিতদের হেডস্যার বলছেন, ''আমদাবাদের ছবিটা এখন অতীত। ওই মুহূর্তটা ধীরে ধীরে দলের সবাই ভুলে গিয়েছে। মনে করেও কোনও লাভ নেই। এখন সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ। নতুন লড়াই। দলের সবাই তরতাজা রয়েছে। নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে।আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব মাঠে। আশা করি এবার ফল আমাদের পক্ষেই যাবে।''
ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের কোচ হিসেবে থাকতে চান না তিনি। এবার বিশ্রামে যেতে চান। তাই হিসেব বলছে এটাই শেষ ম্য়াচ দ্রাবিড়ের কোচ হিসেবে। সোশ্য়াল মিডিয়াতেও ট্রেন্ডিং শুরু হয়ে গিয়েছে যে, 'ডুইটফরদ্রাবিড়'। ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তিকে খেতাব হাতে তুলে দেওয়ার থেকে সুন্দর বিদায়ী উপহার আর কীই বা হতে পারে? রোহিত শর্মা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের সময় বলেছিলেন দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জিততে চান। সেবার পারেননি, পারেনি টিম ইন্ডিয়াও। এবার কি হবে?