নিউ ইয়র্ক: ড্রপ ইন পিচ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরেই প্রথমবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই পিচ। ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে আগামী ৯ জুন যে মাঠে খেলতে নামবে, সেই নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও এই ড্রপ ইন পিচ ব্যবহার করা হয়েছে। কিন্তু কী এই ড্রপ ইন পিচ? জানেন কি? 


আসলে আমেরিকায় ক্রিকেটের সেরকম প্রচলন নেই। এখানকার বেশিরভাগ মাঠেই রাগবি, ফুটবল, হকি খেলা হয়। ফলে এখানে ক্রিকেটের মাঠ সেভাবে নেই। তাই এই সব মাঠগুলোতে কৃত্তিম ঘাস লাগিয়ে পিচ তৈরি করা হয়। সম্পূর্ণ প্রাকৃতিক প্রফাইল যেখানে কাদামাটি মাটি এবং প্রাকৃতিক ঘাসের গাছগুলিতে জন্মানো প্রাকৃতিক টার্ফ রয়েছে। এই ধরণের পিচগুলো বিশ্বের কোনও এক প্রান্তে তৈরি করা হয়। এরপর সেই পিচ নিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। উদাহরণ হিসেবে, নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচ, যেটি আয়ারল্যান্ড, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে, সেই পিচ অ্যাডিলেডে প্রস্তুত করা হয়েছে। 


 






উল্লেখ্য, এমসিজি, অ্যাডিলেড, পার্থের মতো স্টেডিয়াম এই ধরনের পিচে খেলা হয়। অফ সিজনে এই পিচ তুলে নেয়া হয়, তখন মেলবোর্নে রাগবি, ফুটবল ম্যাচ আয়োজন হয়। ভারতীয় দল ড্রপ ইন পিচে খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এখানকার পিচগুলো যত বেশি সময় মাঠে থাকবে ততই শক্ত হবে। আর খেলার জন্য় ততই উপযুক্ত হয়ে উঠবে।


ভারতীয় দল প্রথম ম্য়াচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে হেসেখেলে জয় ছিনিয়ে নেয় তারা। আইরিশরা প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯৬ রান বোর্ডে তুলেছিল। রান তাড়া করতে নেমে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে সেরা পারফর্মার ছিলেন হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, রোহিত শর্মা। বুমরা ম্য়াচের সেরা হলেন ২ উইকেট নিয়ে। হার্দিক একাই তিন উইকেট নিলেন। রোহিত শর্মার ব্যাট থেকে এল অর্ধশতরানের ইনিংস। যদিও বিরাট কোহলি রান পাননি। ওপেনে নেমে পাঁচ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।