নিউ ইয়র্ক: ভারতের বিরুদ্ধে ম্য়াচ। হাইভোল্টেজ মহারণের আগে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) মাথব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল টিম হোটেল। না হোটেলের কোনও পরিষেবা নিয়ে অভিযোগ নয়। কিন্তু যেই স্টেডিয়ামে তাঁদের খেলা, সেখান থেকে অনেকটা দূরে ছিল টিম হোটেল। যার জন্য অনুশীলনে আসতে গিয়ে অনেকটা সময় নষ্ট ও ক্লান্তি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে আবেদন জানানো হয়েছিল যাতে স্টেডিয়ামের কাছাকাছি কোনও হোটেলে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়। অবশেষে পিসিবির অনুরোধ রাখল আইসিসি।
আজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামছে পাক শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে বাবার আজমের দল। ডালাসে আয়োজিত হবে ম্য়াচটি। কিন্তু আগামী ৯ জুনের ম্য়াচটিই দুই দলের কাছে কড়া টক্কর হতে চলেছে। সেই ম্য়াচটি খেলা হবে নিউ ইয়র্কের নাসাই কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই মাঠেই আগামী ১১ জুন পাকিস্তান শিবির খেলতে নামবে কানাডার বিরুদ্ধে। এবার দুটো ম্য়াচের আগেই নতুন হোটেলে উঠতে চলেছেন বাবর বাহিনী। সেই হোটেলটি স্টেডিয়ামের থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে রয়েছে। ফলে বাবরদের ক্ষেত্রে সুবিধে হবে নিঃসন্দেহে। এদিকে, আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামছে পাকিস্তান শিবির। তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমেছিল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ভাল ফল হয়নি। সিরিজ হারতে হয়েছিল বাবর আজমদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটিই তাই গুরুত্বপূর্ণ হতে চলেছে পাক দলের জন্য। অন্য়দিকে যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্য়াচে কানাডার বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে। এমনকী ম্য়াচে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স ৪০ বলে ঝোড়ো ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। ১০টি ছক্কাও হাঁকিয়েছিলেন। তাঁকে আটকানো একটা চ্যালেঞ্জ থাকবে পাক বােলারদের কাছে।
অবসর ভেঙে পাক দলে ফিরেছেন মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তাঁদের দিকে নজর থাকবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাঁহাতি আমির কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ভারতের বিরুদ্ধে ম্য়াচে। বিরাট, রোহিতদের থামানোর দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই।