মুম্বই: দেশে ফিরেছেন বিশ্বজয়ীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024 Winner) জয়ের পর প্রায় পাঁচদিনের মাথায় দেশে পা রেখেছেন রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। দেশে ফিরেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। সূচি অনুযায়ী ভিক্ট্রি ল্যাপ করার কথা রোহিতদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল পাঁচটা থেকে মেরিনা বিচ থেকে শুরু হওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের ভিক্ট্রি ল্যাপের। কিন্তু সূত্রের খবর, সেই সময়ে কিছু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে রাট আটটা থেকে শুরু হতে পারে বিশ্বজয়ী ভারতীয় দলের প্যারেড। হুডখোলা বাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে ভারতীয় দলের হাতে ১২৫ কোটি টাকা তুলে দেবে BCCI। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রত্যেক প্লেয়ারকে আলাদা করে সংবর্ধিত করা হবে।
ইতিমধ্যেই সকাল থেকেই রোহিতদের দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে নামার আগে থেকেই প্রচুর ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরের বাইরে। বিশেষ শোভাযাত্রা করবে টিম ইন্ডিয়া। সেজে উঠেছে শোভাযাত্রার সেই বাস। বাসের গায়ে বিশ্বকাপ ট্রফি হাতে টিম ইন্ডিয়ার এক বিরাট ছবি রয়েছে। লেখা রয়েছে চ্যাম্পিয়ন ২০২৪। মেরিনা বিচে এমনিতেই তিল ধারণের জায়গা নেই। নীল সমুদ্রে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। জানা গিয়েছে রোহিত ও বিরাটরা দিল্লির কর্মসূচি সেরে ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন। দলের বাকিরাও পৌঁছেছেন মুম্বইয়ে। হয়ত টিম হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর তাঁরা প্যারেডে অংশ নিতে চাইছেন। কারণ সকাল থেকেই বেশ ধকল গিয়েছে ক্রিকেটারদের। তার জন্যই হয়ত হোটেলে একটু বিশ্রামের পরই ফের হুডখোলা বাসে বিজয়যাত্রায় অংশ নেবেন বিশ্বজয়ী ক্রিকেটাররা।
এদিকে, ওয়াংখেড়ে স্টেডিয়ামেও জনসমুদ্র। প্রতিটা গেটে সাধারণ মানুষদের ভিড়। প্যারেডের পর এই আইকনিক স্টেডিয়ামেই সংবর্ধিত করা হবে রোহিতদের। রোহিত শর্মা নিজের সোশ্য়াল মিডিয়ায় এই বিজয়যাত্রায় সব ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। তিনি লিখেছিলেন, ''এই বিশেষ মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে উপভোগ করতে চাই। এই জয় উদযাপন করতে মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়েতে চলে আসুন।'' কাউন্টডাউন শুরু....