কিংস্টোন: নাটকের পরতে পরতে উত্তেজনা। একের পর এক নাটকীয় মুহূর্ত। আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্য়াচে বৃষ্টির বারবার ফিরে ফিরে আসা। ব্যাটে-বলে লড়াই সব তো ছিলই। কিন্তু তারই মাঝে একটি ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে একটি ক্লিপে দেখা যায় বাংলাদেশের ব্যাটিংয়ের ১২ ওভারের সময় আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট প্লেয়ারদের দিকে কিছু ইঙ্গিত করছেন। আর এরপরই স্লিপে দাঁড়ানো গুলবদিন হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন। পরে জানা যায় যে তাঁর ক্র্যাম্প এসেছিল। কিন্তু এখানেও অন্য কিছুর আভাস পাচ্ছেন সবাই। 


আসলে ১১৬ রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমেছিল বাংলাদেশে। তার মাঝে বারবার বৃষ্টি এসে বাধা দিচ্ছিল খেলায়। ডি এল এস নিয়মে এরপর রান সংখ্যা কমে দাঁড়ায় বাংলাদেশের জন্য। বাংলাদেশের ১২ নম্বর ওভারে ডি এল এস নিয়মে আফগানিস্তানের থেকে ২ রান পিছিয়ে ছিল তারা। কিন্তু ক্রিজে ছিলেন লিটন দাস। সেই সময় ক্যামেরায় দেখা যায় যে ড্রেসিং রুমের থেকে ট্রট প্লেয়ারদের দিকে তাকিয়ে ইঙ্গিত করছিলেন যে খেলাটির গতি যেন একটু কমিয়ে দেওয়া হয়, তাতে ছন্দে থাকা লিটন দাস খেই হারিয়ে যাবে। ছন্দ নষ্ট হয়ে যাবে, এটাই হয়ত স্ট্র্যাটেজি ছিল ট্রটের। ঠিক সেই সময়ই দেখা যায় যে আচমকা স্লিপে ফিল্ডিং করতে করতে পায়ে হাত দিয়ে মাঠেই লুটিয়ে পড়েন গুলবদিন। পরে নবীন উল হকের কাঁধে ভর করে মাঠও ছেড়েছিলেন কিছুক্ষণের জন্য।


 






যদিও পরে দেখা যায় লিটন দাসকেও গুলবদিনের নকল করে হাসতে হাসতে কিছু বলছেন তাঁর সতীর্থ ব্যাটিং পার্টনারকে। আসলে যখন এই ঘটনা হয় তখন বাংলাদেশের স্কোর ছিল ১১.৪ ওভারে ৮১/৭। ডি এল এস নিয়মে বাংলাদেশের তখন স্কোর হওয়ার কথা ছিল ৮৩।


এদিকে রবিচন্দ্রন অশ্বিনও মজা করে খোঁচা দিয়েছেন সোশ্য়াল মিডিয়ায়। বিশ্বকাপের সব ম্য়াচেই চোখ রাখছেন তারকা অফস্পিনার। আফগানিস্তান ম্য়াচ জেতার পর গুলবদিনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অশ্বিন লিখেছেন, ''রেড কার্ড ফর গুলবদিন নইব।''