বার্বাডোজ়: ক্রিকেট মাঠে দুই দেশ প্রবল প্রতিদ্বন্দ্বী। তাদের প্রতিদ্বন্দ্বিতাকে অনেকে ভারত-পাকিস্তান দ্বৈরথের সঙ্গে তুলনা করেন। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (AUS vs ENG)। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) শনিবার ভারতীয় সময় গভীর রাতে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হাসতে হাসতে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।


তবে মিচেল মার্শদের বড় জয়ের মধ্যেই বিতর্ক শুরু হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। আম্পায়ারের সঙ্গে যা নিয়ে তুমুল বচসায় জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাথু ওয়েড। ইংরেজ অধিনায়ক জস বাটলারের সঙ্গেও তর্কাতর্কি হয় ওয়েডের। অস্ট্রেলীয় ক্রিকেটারদের যে ঘটনা তাতিয়ে দেয় বলেই অজ়ি শিবির থেকে জানানো হয়েছে।


ঘটনাটি অস্ট্রেলিয়া ইনিংসের ১৮তম ওভারের। বল করছিলেন ইংল্যান্ডের আদিল রশিদ। আদিলের বলে একটি বাউন্ডারি মারেন ওয়েড। পরের বলেই বাঁহাতি ওয়েড সরে দাঁড়ান। বলেন, তিনি বলটি খেলার জন্য প্রস্তুত ছিলেন না। তবে সকলকে অবাক করে দিয়ে তিনি বলটিতে রক্ষণাত্মক শট খেলে বোলারকে বল ফেরত দেন।


ম্যাচে আম্পায়ার ছিলেন ভারতেরই নীতিন মেনন। ওয়েড ভেবেছিলেন যে, আম্পায়ার বলটিকে ডেড বল ঘোষণা করবেন। কিন্তু ব্যাটার বলটিকে খেলায় অখুশি হন মেনন। নিয়ম মেনে ইংরেজ উইকেটকিপার জস বাটলারকে বলটি ধরে বোলারের কাছে ফেরত দেওয়ার সুযোগ না দিয়ে। আম্পায়ার মেনন বলটিকে বৈধ বলে ঘোষণা করেন। তাতেই মেজাজ হারান ওয়েড। তিনি আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। মেনন তাঁকে নিজের জায়গায় ফিরে যেতে বলেন। পরের বলে একটি সিঙ্গল নিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে যান ওয়েড। সেখানে গিয়ে ফের আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। বোলার আদিল রশিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় অজ়ি তারকাকে। তারপর ইংরেজ অধিনায়ক জয় বাটলারের সঙ্গেও তর্কাতর্কি করেন ওয়েড।


১০ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন ওয়েড। পরে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জ়াম্পা বলেন, 'ও ভেবেছিল পায়ে করে বলটিকে প্রতিহত করা আর ব্যাট দিয়ে আটকানো একই। ওয়েড মেজাজ হারাতে বেশিক্ষণ সময় নেয় না।' বাটলার পরে বলেন, 'ও বলটিকে ছেড়ে দেবে ভেবেও খেলেছিল। আম্পায়ারও সেটাই ভেবেছিলেন যে, ও তো বলটা খেলল। আম্পায়ার বৈধ বল ঘোষণা করেন। আমার মনে হয়েছে ওয়েড বলটি খেলার জন্য তৈরিই ছিল। শেষ মুহূর্তে সরে দাঁড়ায়।'


অস্ট্রেলিয়া শিবিরের দাবি, আগের বলে বাউন্ডারি হওয়ার পর মাঠের মিউজ়িক সিস্টেমে গান বাজছিল আর তা না থামায় দ্বিধাগ্রস্ত হয়েই সরে দাঁড়ান ওয়েড।


আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পরে আধ্যাত্মিক সানিয়া! টেনিস সুন্দরী বেরিয়ে পড়ছেন হজযাত্রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।