নিউ ইয়র্ক: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহারণ আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে। তাও আবার প্রথমবার আমেরিকার মাটিতে। ক্রিকেটের সংস্কৃতি আমেরিকার মাটিতে একেবারেই নব্য। কিন্তু এরমধ্যেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর থেকে সেখানে জনপ্রিয়ত কিন্তু ক্রিকেট নিয়ে দ্রুত বাড়ছে। আজকের ম্য়াচেও যে গ্যালারিতে ভারত-পাক (India vs Pakistan T20 Cricket) সমর্থকরা ভিড় জমাবেন ম্য়াচ দেখার জন্য তা বলাই বাহুল্য।
কাদের ম্যাচ?
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে
ম্য়াচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়, তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে অনলাইনে হটস্টার ডিজিটালে খেলা দেখা যাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এর আগে মোট সাতবার মুখোমুখি হয়েছিল ২ দল। কিন্তু ৬ বারই শেষ হাসি হেসেছে ভারতীয় দল। পাকিস্তান শুধু একবার মাত্র হারাতে পেরেছিল টিম ইন্ডিয়াকে। সেটিও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাবর-রিজওয়ানরা মিলে জয় ছিনিয়ে আনেন। এছাড়া ২০২২ সালে শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলির ব্য়াটেই শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে যাওয়ার পরও একাই অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন কিং কোহলি।
ভারতীয় দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে। আযারল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। অন্য়দিকে পাকিস্তান শিবির নিজেদের প্রথম ম্য়াচেই ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের মত অনামী ক্রিকেটীয় দেশের বিরুদ্ধে হেরে যেতে হয়েছে। তার থেকেও বড় কথা সুপার ওভারে মহম্মদ আমিরের মত অভিজ্ঞ পেসার যেভাবে একের পর এক ওয়াইড বল করেছেন ও ১৮ রান খরচ করে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সে দেশে। সেদিক থেকে এদিনের ম্য়াচে বিরাট-রোহিতদের বিরুদ্ধে বল হাতেও কতটা সফল হবেন পাকিস্তানের পেস ত্রয়ী রউফ-শাহিন-নাসিম তা নিয়ে প্রশ্ন উঠছে।