সিডনি: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরুতেই বিপর্যয় পাকিস্তানের। প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, তারপর জিম্বাবোয়ে। নিজেদের প্রথম দুই ম্যাচেই বাজে হার বাবর আজমদের। সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার পাকিস্তানের দল নির্বাচন নিয়ে তোপ দাগলেন কিংবদন্তি ওয়াসিম আক্রম।


পরপর দুই ম্যাচে পরাজয়ের পর বাবর আজম এবং তাঁর দলের প্রবল নিন্দা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। শোয়েব মালিককে দলে না রাখা নিয়ে বাবরকে কাঠগড়ায় তুললেন আক্রম। জিম্বাবোয়ের কাছে পাকিস্তানের হারের পর আক্রম বলেছেন, ‘বিশাল ধাক্কা’। সঙ্গে দিয়েছেন অবাক হওয়ার ইমোজি। পাশাপাশি একটি লাইভ শোয়ে আক্রম বলেছেন, ‘যেভাবে পরিকল্পনার কথা বলা হয়েছে, সবাইকে বসতে হবে। এক বছর ধরে আমরা সবাই বলে আসছি যে, মিডল অর্ডার নড়বড়ে। এখন যে ছেলেটি এখানে বসে আছে, তার নাম শোয়েব মালিক। এখন আমি যদি অধিনায়ক হতাম, তাহলে আমার শেষ লক্ষ্য কী হবে, দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করা।’


আক্রম সুর চড়িয়ে বলেছেন, ‘তার জন্য যদি গাধাকে বাবা বানাতে হয়, তবে আমি তাই করব। কারণ আমার নিজের লক্ষ্য হচ্ছে আমি বিশ্বকাপ জিততে চাই। আমি যদি শোয়েব মালিককে চাই, তা হলে আমি নির্বাচকদের সঙ্গে লড়াই করব যে, শোয়েব মালিককেই চাই, না হলে আমি দলের অধিনায়কত্ব করব না।’ বাবরকে আক্রমণ করে আক্রম বলেন, ‘ওকে আরও বুদ্ধিমান হতে হবে। এটা তো আর পাড়ার টিম নয় যে, নিজের পরিচিত বা বন্ধুকে দলে রাখতে হবে। আমি হলে শোয়েব মালিককে মিডল অর্ডারে রাখতাম। এটা অস্ট্রেলিয়ায় ম্যাচ, এটা শারজা, দুবাই বা পাকিস্তানের মরা উইকেট নয়।’


মেলবোর্নে আয়ার্ল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারের পর ২৪ ঘণ্টাও কাটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন। এবার পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারিয়ে দিয়েছে জিম্বাবোয়ে। 


বৃহস্পতিবার পারথে ম্যাচ শুরু হওয়ার আগে ঘুণাক্ষরেও কেউ ভাবেননি যে, অঘটন অপেক্ষা করে রয়েছে। বরং প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ১৩০/৮ তোলার পর পাকিস্তানের জয়ের ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী ছিলেন।


কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটারেরা। শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করলেন। স্নায়ুর চাপ সামলে ম্যাচও বার করে নিলেন তাঁরা। ১ রানে ম্যাচ জিতে পাক শিবিরে জোরাল ধাক্কা দিয়েছে জিম্বাবোয়ে।


আরও পড়ুন: তিনি নন, বরং 'GOAT' হিসাবে এই দুই তারকাকে বাছলেন বিরাট কোহলি