মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দুবারের চ্যাম্পিয়ন। অথচ এবার সুপার টুয়েলভের যোগ্যতাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। কী কারণে এই বিপর্যয়, আইসিসি-র ওয়েবসাইটে ব্যাখ্যা করলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য ড্যারেন স্যামি।


স্যামি বলেছেন, 'দল হিসাবে কৌশলগতভাবে আমরা ভীষণ খারাপ করেছি। ক্রিকেটারদের প্রতিভা নিয়ে কোনও সমস্যা নেই কারণ আমাদের হাতে প্রচুর দক্ষ ক্রিকেটার রয়েছে। তবে দলে যে পরিমাণ প্রতিভা রয়েছে, সেরকম ক্রিকেট আমরা খেলচে পারিনি। দলে প্রেরণার অভাব ছিল। কৌশলগতভাবে অনেক ভুল করেছি।'                                                


কোথায় কোথায় ভুল হয়েছিল, জানিয়েছেন স্যামি। বলেছেন, 'উইকেট দেখুন। আমাদের হাতে ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার জেসন হোল্ডার রয়েছে। আলজারি জোসেফ রয়েছে যে খুব ভাল বোলিং করছে। অথচ বোলিং ওপেন করানো হচ্ছে কাইল মেয়ার্সকে দিয়ে। মেয়ার্সকে ছোট করছি না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া ও অস্ট্রেলিয়ার পরিবেশ-পরিস্থিতির মধ্যে ফারাক আছে।'                                                                                                              


স্যামি যোগ করেছেন, 'পাওয়ার প্লে-তে বল হাতে হোক বা ব্যাট হাতে, জিততে হবে। আর আমরা সেখানেই হেরে গিয়েছি।' তাঁর উপলব্ধি, 'খুব বেশি কাউকে দেখি না যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে কোচিং করতে এগিয়ে আসে। টেস্ট এবং ওয়ান ডে-তে খারাপ পারফরম্যান্সের সময়ও আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে শাসন করতাম আর সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু একটা ছিল। সেটাও হারিয়েছি।'                                                                                                         


আরও পড়ুন: তিনি নন, বরং 'GOAT' হিসাবে এই দুই তারকাকে বাছলেন বিরাট কোহলি