নিউ ইয়র্ক: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে ভরাডুবির পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ফের সেই বাবর আজ়মকে (Babar Azam) অধিনায়ক করেই আর একটি বিশ্বকাপে খেলতে নামছে পাকিস্তান। বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাক দলের অভিযান (T20 World Cup)। তার আগে বাবরকে বিদ্ধ হতে হল প্রাক্তন পাক অধিনায়কের সমালোচনার তীরে।


রশিদ লতিফ। যিনি সাফ জানিয়ে দিলেন, অধিনায়ক হিসাবে চাপ নিতে গেলে এখনও অনেক পথ যেতে হবে বাবরকে। সেই সঙ্গে আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথে ভারতি যে ফেভারিট, জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। কেন? লতিফের মতে, ভারতীয় দলে ভারসাম্য অনেক বেশি।


সংবাদসংস্থা পিটিআইকে লতিফ বলেছেন, 'গোটা বিশ্বকাপের চেয়েও বাবরকে বেশি চাপে রাখবে ভারতের বিরুদ্ধে ম্যাচ। ওর নিজের পারফরম্যান্স নিয়েও চাপ থাকবে। তবে চাপ নেওয়া ওকে শিখতে হবে। বিরাট কোহলি ও রোহিত শর্মাদের দেখে ওর শেখা উচিত। ওরা জানে কীভাবে চাপ সামলে খেলতে হয়। ব্য়াটার হিসাবে বাবর অন্যতম সেরা। তবে অধিনায়ক বা নেতা হিসাবে ওকে এখনও অনেক পথ পেরতে হবে। শিখতে হবে।'


লতিফের মতে, স্পিন বিভাবে ভারত অনেক এগিয়ে। বলেছেন, 'সাম্প্রতিক ফর্ম ধরলে ভারতীয় স্পিনাররা অনেক এগিয়ে। কুলদীপ যাদব ফিট থাকলে গোটা বিশ্বকাপে ব্যাটারদের বেশ ভোগাবে। ও ভারতের প্রধান স্পিনার আর ভারতের সাফল্যের নেপথ্যে অন্যতম কারণও। রবিবার রোহিত ও ওর দলই ফেভারিট হিসাবে মাঠে নামবে।'


 






২০২১ ও ২০২২ সালে পাকিস্তান টি-২০ বিশ্বকাপে নজর কেড়েছিল। কিন্তু এবার পাক দলের প্রস্তুতি সেই দুবারের মতো হয়নি বলেই মত লতিফের। তিনি বলেছেন, 'পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে ভাল খেলে। তবে এবার ২০২১ বা ২০২২ সালের মতো প্রস্তুতি ওদের হয়নি। ক্ষতিটা হয়েছে গত ওয়ান ডে বিশ্বকাপের পর। অধিনায়ক বদল হয়েছিল। নির্বাচক কমিটি পাল্টেছিল। প্রচুর ক্রিকেটার রদবদল হয়েছে। দল তো এখনও জানেই না ওদের হয়ে ওপেন করবে কে।'


আরও পড়ুন: বিদায়লগ্নে মন খারাপ সুনীলের? আবেগঘন পোস্ট দেখে চোখে জল ভক্তদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।