নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্য়াচে ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন যশপ্রীত বুমরা। তবে শুধু ম্য়াচের সেরা হওয়াই নয়। বিশ্বরেকর্ডও গড়লেন তারকা ডানহাতি পেসার। যেই রেকর্ড এতদিন দখলে ছিল ভুবনেশ্বর কুমারের। এবার থেকে সেই রেকর্ডের মালিক হয়ে গেলেন বুমরা। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজের ৩ ওভারের স্পেলে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বুমরা। একটি মেডেন ওভারও দিয়েছিলেন বুমরা। আর তাতেই রেকর্ডবুকে নাম তুলে দিলেন। 


এতদিন পর্যন্ত টেস্ট খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন ওভার করার নজির ছিল ভুবনেশ্বর কুমারের। এদিন রোহিত বুমরাকে আইরিশদের বিরুদ্ধে আক্রমণে নিয়ে আসেন ইনিংসের পঞ্চম ওভারে। আর সেই ওভারটিই মেডেন দেন তিনি। এর সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক মেডেন ওভার করার নজির গড়লেন বুমরা। এই মুহূর্তে টেস্ট খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১১টি মেডেন ওভার করলেন ডানহাতি পেসার।


 






আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল আট উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নেমে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। আয়ারল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন অ্যান্ড্রু বালবিরিন ও পল স্টার্লিং। অর্শদীপ সিংহ প্রথমে ধাক্কা দেন আইরিশ শিবিরে। মাত্র ২ রান করে বোল্ড হয়ে যান স্টার্লিং। ৫ রান করে অ্যান্ড্রু বালবিরিন এরপর অর্শদীপের শিকার হন। এরপরও সেভাবে কোনও ব্যাটারই আর ক্রিজে সেট হতে পারেনি। ডিলেনি ১৪ বলে ২৬ রান করেন। শেষ পর্যন্ত ৯৬ রানই বোর্ডে তুলতে পারে আয়ারল্যান্ড। হার্দিক পাণ্ড্য একাই ৩ উইকেট নিলেন।


রান তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু ওপেনার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্য়াচ একদমই ভাল খেলতে পরলেন না বিরাট। পাঁচ বল খেলে মাত্র ১ রান করেই আউট হলেন কিং কোহলি। রোহিত অবশ্য মুশকিল পিচে দুরন্ত হাফ সেঞ্চুরি এল রোহিতের ব্যাট থেকে। ৩৬ বলে ৫০ রানের গণ্ডি পার করলেন তিনি। তিন নম্বরে নেমে ওয়ার্ম আপ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছিলেন পন্থ। এদিনও ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেললেন। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকালেন পন্থ। শেষ পর্য়ন্ত ১২.২ ওভারেই ম্য়াচ জিতে যায় ভারত। আগামী ৯ তারিখ ভারতের সামনে পাকিস্তান।