England vs South Africa: ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

England vs South Africa score LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের সাক্ষাতে কিন্তু ইতিহাস বলছে পাল্লা ভারী প্রোটিয়াদের। এখনও পর্যন্ত চারবার জিতেছে মারক্রামের দল। ২ বার জিতেছে বাটলার বাহিনী।

ABP Ananda Last Updated: 21 Jun 2024 11:30 PM
SA vs ENG Live Score: জয় প্রোটিয়াদের

১৫৬ রানেই আটকে গেল ইংল্যান্ড। ৭ রানে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। 

T20 World Cup Live: দুরন্ত ক্যাচ মারক্রামের

পেছনে দৌড়ে দুরন্ত ক্যাচ লুফে ব্রুককে ফেরালেন মারক্রাম। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ইংল্যান্ডের।

SA vs ENG Live Score: ৩ ওভারে ২৫ প্রয়োজন বাটলারদের

ম্য়াচের রং বদলে দিচ্ছেন ইংল্যান্ডের মিডল অর্ডারের ২ তারকা হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। ১৭ ওভারে শেষে ইংল্যান্ডের স্কোর ১৩৯/৪। বাটলারদের জয়ের জন্য ৩ ওভারে প্রয়োজন ২৫ রান।

T20 World Cup Live: ১১ ওভার শেষে ইংল্য়ান্ডের স্কোর ৬৩/৪

ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। বার্টম্য়ানের বলে আউট হয়ে ফিরলেন মঈন আলি। ১১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৩/৪।

SA vs ENG Live Score: আউট বাটলার ও বেয়ারস্টো

ইংল্যান্ডের পরপর ২ উইকেটের পতন। বেয়ারস্টো ১৬ ও বাটলার ১৭ রান করে ফিরে গেলেন। দু জনেই কেশব মহারাজের শিকার হলেন।

T20 World Cup Live: আউট সল্ট

ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন। ১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ফিল সল্ট। রাবাডার বলে ফিরে গেলেন ইংরেজ ওপেনার। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান বোর্ডে তুলল ইংল্যান্ড।

SA vs ENG Live Score: ১৬৩ রানে থামল প্রোটিয়াদের ইনিংস

২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান বোর্ডে তুলল দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেট নিলেন জোফ্রা আর্চার।

T20 World Cup Live: ১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৪১/৪

১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেট হারিয়ে ১৪১। ডেভিড মিলার ৩১ ও ত্রিস্টান স্টাবস ৮ রান করে ক্রিজে আছেন।

SA vs ENG Live Score: আউট মারক্রাম

দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন। মাত্র ১ রান করে আদিল রাশিদের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফিরলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।

T20 World Cup Live: রান আউট ক্লাসেন

মিলারের সঙ্গে ভুল বোঝাবুঝি। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হেনরিক ক্লাসেন। রান আউট হয়ে ফিরতে হল তাঁকে।

SA vs ENG Live Score: আউট ডি কক

জোফ্রা আর্চার দ্বিতীয় ওভারেই এসে তুলে নিলেন কুইন্টন ডি ককের উইকেট। ৩৮ বলে ৬৫ রান করে ফিরে গেলেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার। ১২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯২/২।

T20 World Cup Live: ১১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯০/১

রিজ়া হেনড্রিকসকে (১৯ রান) ফেরালেন মঈন আলি। ১১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯০/১।

SA vs ENG Live Score: ৯ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮০/০

বড় স্কোরের পথে দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারের শেষে স্কোর ৮০/০।

ENG vs SA Live: ডি ককের অর্ধশতরান

মাত্র ২২ বলে অর্ধশতরান পূরণ করলেন কুইন্টন ডি কক। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এখনও ক্রিজে আছেন ডি কক।

ENG vs SA Live Score: ৫ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৫১/০

১ ওভারে ২১ রান খরচ করলেন জোফ্রা আর্চার। ঝোড়ো মেজাজে ব্যাটিং করছেন কুইন্টন ডি কক। ১৭ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন এখনও। ৫ ওভারে ৫১ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

ENG vs SA Live: প্রথম ওভারে ২ রান তুলল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনে নামলেন ডি কক ও হেন্ড্রিক্স। প্রথম ওভার করলেন ইংল্যান্ডের রিস টোপলি। খরচ করলেন মাত্র ২ রান।

ENG vs SA Live Score: এক স্পেশালিস্ট স্পিনার প্রোটিয়া একাদশে

ইংল্যান্ড এক স্পেশালিস্ট স্পিনার হিসেবে কেশব মহারাজের ওপরই ভরসা রাখল দল। ইংল্যান্ড যদিও আদিল রাশিদের সঙ্গে মঈন আলিকেও খেলাচ্ছে।

ENG vs SA Live: টস জিতে ফিল্ডিং নিলেন বাটলার

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আগের ম্য়াচের একাদশই ধরে রাখল দুটো দলই।

প্রেক্ষাপট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ফিল সল্ট। কেকেআর তারকা আইপিএলের ফর্মই ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আজকের ম্য়াচেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাটলার বাহিনী। এছাড়াও ফর্মে ফিরছেন জনি বেয়ারস্টো। যদিও দক্ষিণ আফ্রিকা গত পাঁচ ম্য়াচ ধরে অপরাজিত। সেখানে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে চলতি টুর্নামেন্টে। তবে আজকের ম্য়াচে ইংল্যান্ডই কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের সাক্ষাতে কিন্তু ইতিহাস বলছে পাল্লা ভারী প্রোটিয়াদের। এখনও পর্যন্ত চারবার জিতেছে মারক্রামের দল। ২ বার জিতেছে বাটলার বাহিনী। এদিনের ম্য়াচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং লাইন আপে প্রধান ভরসা কুইন্টন ডি কক ও হেনরিচ ক্লাসেন। ২ জনের ব্যাট চললে কিন্তু প্রতিপক্ষ দলের বোলারদের কপালে দুঃখ আছে। অন্য়দিকে এইডেন মারক্রামের ব্যাটও ভরসা জোগাবে দলকে। তবে আর্চার, টোপলি, জর্ডন, রাশিদদের সামনে কতটা প্রতিরোধ গড় তুলতে পারবে প্রোটিয়া ব্যাটিং বিভাগ তা নিয়ে প্রশ্ন উঠবেই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.