ব্রিজটাউন: তাঁর নেতৃত্বে দু-দুটি আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া (Australia vs Oman)। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে যে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি তুলেছিল অস্ট্রেলিয়া। তারপর ওযান ডে বিশ্বকাপ। সেখানেও ফাইনালে কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে হার স্বীকার করতে হয় অস্ট্রেলিয়াকে।


তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শুরুতেই বেশ চমক দিয়েছে অস্ট্রেলিয়া। ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৩৯ রানে ওমানকে হারিয়েছেন অজ়িরা। তবে সেই ম্যাচে খেলানো হয়নি কামিন্সকে। তাঁর পরিবর্তে নাথান এলিসকে সুযোগ দেওয়া হয়।


যদিও ম্যাচের পর হইচই পড়ে গিয়েছে কামিন্সকে নিয়েই। নেপথ্যে, ম্যাচ চলাকালীন একটা দৃশ্য। ম্যাচের মাঝে ড্রিংকস নিয়ে মাঠে যেতে দেখা যায় কামিন্সকে। যেটা সাধারণত রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারেরা, বিশেষ করে দ্বাদশ ব্যক্তি করে থাকেন। জার্সির ওপর নিয়ম মেনে পড়ে থাকতে হয় বিপ। সেই পোশাকেই বুধবার ব্রিজটাউনে ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করেন কামিন্স। হাতে জলের বোতল। যা দেখে সোশ্যাল মিডিয়ায় জয়জয়কার পড়ে যায় কামিন্সের। অনেকেই তাঁর প্রশংসা করে পোস্ট করতে থাকেন। লেখা হয়, দুই আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক দলের স্বার্থে জল বয়ে নিয়ে যাচ্ছেন মাঠে, উদাহরণ তৈরি করলেন কামিন্স। তাঁকে নিয়ে মুগ্ধতা তৈরি হয়। 



যে দৃশ্য ছুঁয়ে গিয়েছে ইরফান পাঠানকেও। ভারতের প্রাক্তন অলরাউন্ডার কামিন্সের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'এটাই সংস্কৃতি।'


তবে কামিন্সই প্রথম নন, তারকা বলয় ছিঁড়ে বেরিয়ে মাঠে জল নিয়ে গিয়েছেন বিরাট কোহলির মতো কিংবদন্তিও। কেউ কেউ ইরফানের পোস্টের সঙ্গে কোহলির সেই ছবিও জুড়ে কমেন্ট করতে থাকেন।


কামিন্সের নেতৃত্বে সদ্যসমাপ্ত আইপিএলে ফাইনালে উঠেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেখানে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয় তাঁদের। 


বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ১৬৪/৫। হাফসেঞ্চুরি ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টোইনিসের। জবাবে ১২৫/৯ স্কোরে আটকে যায় ওমান। তিন উইকেট স্টোইনিসের। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।                


আরও পড়ুন: বিদায়লগ্নে মন খারাপ সুনীলের? আবেগঘন পোস্ট দেখে চোখে জল ভক্তদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।