মুম্বই: আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই যেন দাপট থাকবে টিম ইন্ডিয়ার। ওয়ান ডে বিশ্বকাপ হোক বা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), চ্যাম্পিয়ন্স ট্রফি - ভারত-পাক দ্বৈরথে কার্যত প্রত্যেক ক্ষেত্রে শেষ হাসি হেসেছে ভারতীয় শিবিরই।


রবিবার নিউ ইয়র্কে কী হবে? টি-২০ বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতকে একবারই হারিয়েছে পাকিস্তান। ২০২১ সালে দুবাইয়ের সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। রবিবার ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি? নাকি নিয়ম মেনে ভারতের দাপট?


ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার কোচ দীনেশ লাড অন্তত মনে করেন, চাপ নেওয়ার ক্ষমতা পাকিস্তানের চেয়ে টিম ইন্ডিয়ার অনেক বেশি।


ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দীনেশ লাড বলেছেন, 'আমার মনে হয় ভারত-পাকিস্তান দ্বৈরথে পাক ক্রিকেটারেরা বেশি চাপে পড়ে যায়। আমাদের ক্রিকেটারেরা চাপ বেশি ভাল সামলাতে পারে। সেই কারণেই এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সব সময় ভারতের জয়ের হার বেশি থাকে।'


নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। যে ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দীনেশের ছাত্র রোহিত। এবারের টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করছেন বিরাট কোহলি। আইপিএলে ইনিংস ওপেন করে দুরন্ত রেকর্ড কোহলির। সদ্যসমাপ্ত টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার হয়ে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন কোহলি। দীনেশের মতে, রোহিত-কোহলি ওপেনিং জুটি নিজেদের ছন্দে থাকলে ভারতের জয়ের ভিত তৈরি হয়ে যাবে। বলেছেন, 'রোহিত ও বিরাট নিজেদের স্বাভাবিক ক্রিকেটটা খেললে যে কোনও ম্যাচে ভারতের জয়ের রাস্তা তৈরি হয়ে যাবে।'


আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে তিন দল সেমিফাইনালে জায়গা করে নেবেই, পূর্বাভাস করেছেন দীনেশ। বলেছেন, 'ভারত ছাড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠবে বলেই মনে হচ্ছে। পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে আমেরিকা। ওরাও ভাল ফল করবে।'


তবে ভারত-পাক ম্যাচে আগাম কাউকে ফেভারিট বেছে নেওয়া যায় না বলে জানিয়েছেন দীনেশ। তবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচে ফাটল রয়েছে আর অসমান বাউন্স থাকবে বলে জানিয়েছেন দীনেশ।


আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পরে আধ্যাত্মিক সানিয়া! টেনিস সুন্দরী বেরিয়ে পড়ছেন হজযাত্রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।