হায়দরাবাদ: অরুণাচল প্রদেশের বিরুদ্ধে চোখধাঁধানো ইনিংসে ইতিহাসের পাতায় নাম লেখালেন হায়দরাবাদের তন্ময় আগরওয়াল (Tanmay Agarwal)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্লেট গ্রুপের ম্যাচে প্রথম দিন শেষে মাত্র ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত রয়েছেন তন্ময়। মাত্র ১৪৭ বলে ট্রিপল হান্ড্রেড হাঁকান তিনি। এই ইনিংসের সুবাদেই সর্বকালীন ইতিহাস গড়লেন তন্ময়। প্রথম শ্রেণির ক্রিকেটে বলের নিরিখে এটি কোনও ক্রিকেটারের দ্রুততম ট্রিপল হান্ড্রেড।
তন্ময় মার্কো মারাইসের রেকর্ড ভাঙলেন। ২০১৭ সালে মারাইস বর্ডারের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে ট্রিপল হান্ড্রেড হাঁকিয়েছিলেন। এতদিন পর্যন্ত এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল হান্ড্রেড ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে ফেললেন তন্ময়। তাঁর অনবদ্য ইনিংসের সুবাদেই প্রথম দিনশেষে হায়দরাবাদ ৩৫৭ রানে এগিয়ে রয়েছে। অরুণাচল প্রদেশকে ১৭২ রানে অল আউট করার পর হায়দরাবাদের দিনশেষে স্কোর এক উইকেটের বিনিময়ে ৫২৯ রান।
পাশাপাশি বীরেন্দ্র সহবাগেরও রেকর্ড ভেঙে ফেললেন তন্ময়। এতদিন পর্যন্ত ২০০৯ সালে ব্রেবোর্ন স্টেডিয়ামে সহবাগের শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ২৮৪ রানই ভারতীয় হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে সর্বোচ্চ রান ছিল। তবে সেই রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় হিসাবে এক দিনে ৩০০ রান করলেন তন্ময়। নিজের ঐতিহাসিক ইনিংসে তন্ময় ২১টি ছক্কা ও ৩৩টি চার মারেন। হায়দরাবাদ অধিনায়ক রাহুল সিংহ ১৮৫ বলে ১০৫ রানের ইনিংস খেলেন।
রাহুল ও তন্ময়, দুইজনের আগ্রাসী ব্যাটিংয়ে সম্পূর্ণ ব্যাকফুটে অরুণাচল। দুই ব্যাটার মাত্র ২৪২ বলে ৪৪৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। এই দুইয়ের ব্যাটিং বিক্রমে কার্যত অসহায় দেখায় অরুণাচল বোলিংকে। গোটা দিনে দুই ইনিংস মিলিয়ে উঠল ৭০১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৯৪৮ সালে এসেক্স এবং অস্ট্রেলিয়ার ম্যাচে একদিনে ওঠা ৭২১ রান এই তালিকায় শীর্ষে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: হাঁটুতে চোট জ্যাক লিচের, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে চিন্তা বাড়ল স্টোকস বাহিনীর