নয়াদিল্লি: আগেই আয়োজিত ওমেন্স প্রিমিয়ার লিগের (Women's Premier League) নিলাম। টুর্নামেন্ট শুরুর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। এবার বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরের নামও ঘোষণা করলেন। বছর কয়েক আগেই আইপিএলের টাইটেল স্পনসরশিপ জিতে নিয়েছিল টাটা গোষ্ঠী (Tata Group), এবার ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরও হলেন তাঁরাই।
টাইটেল স্পনসর ঘোষণা
বিসিসিআই সচিব জয় শাহ মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যেও টাটা গ্রুপ প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরশিপ জিতে নিয়েছে। আমরা আশাবাদী ওঁদের সমর্থনে আমরা মহিলাদের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সক্ষম হবে।' যদিও জয় শাহের ট্যুইট অনুযায়ী টাটা গোষ্ঠী শুধু প্রথম ডব্লিউপিএলের টাইটেল স্পনসরশিপই জিতেছে, তবে গোটা বিষয়টির সঙ্গে অবগত এক সূত্রের তরফে জানানো হয়েছে যে আগামী পাঁচ বছর টাটাই ডব্লিউপিএলের টাইটেল স্পনসর থাকবে।
টুুর্নামেন্টের বিবরণ
প্রসঙ্গত, মোট ৪৭০০ কোটি টাকায় ডব্লিউপিএলের পাঁচটি দল বিক্রি হয়েছিল। টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব বিক্রি হয় ৯৫১ কোটি টাকায়। ৪ মার্চ থেকে শুরু হবে প্রথম ডব্লিউপিএল। ২৩ দিন ধরে মোট ২২ টি ম্য়াচের পর, ২৬ তারিখ আয়োজিত হবে টুর্নামেন্টের ফাইনাল। মুম্বইয়ের দুই স্টেডিয়াম ব্রেবোর্ন এবং ডিওয়াই পাতিলেই এবারের ডব্লিউপিএল আয়োজিত হবে। ২৪ মার্চ ডব্লিউপিএলের এলিমিনেটর আয়োজিত হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। প্রসঙ্গত, এবারের নিলামে ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানাই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন। তাঁকে ৩.৪ কোটি টাকা দামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের দলে নিয়েছে। স্মৃতিই বেঙ্গালুরুর এই ফ্রাঞ্চাইজিকে নেতৃত্বও দেবেন বটে।
টেনিসকে বিদায় সানিয়ার
ডব্লিউটিএ দুবাই ইভেন্টে প্রথম রাউন্ডেই হার। আর তার সঙ্গে সঙ্গেই নিজের আন্তর্জাতিক টেনিস কেরিয়ারকে বিদায় জানালেন সানিয়া মির্জা। মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে নেমে সানিয়া হেরে গেলেন প্রথম রাউন্ডেই। ৪-৬, ০-৬ ব্যবধানে হেরে গেলেন সানিয়া। চোখের জলে কোর্ট ছাড়তে দেখা গেল ৩৬ বছরের ভারতীয় টেনিসের গ্ল্য়ামার কুইনকে।
আরও পড়ুন: সিরিজ খুঁইয়ে আরও বিপাকে, একে একে দেশে প্রত্যাবর্তন ৬ অজি ক্রিকেটারের