সন্দীপ সরকার, কলকাতা: রাত পোহালেই বাইশ গজের যুদ্ধ শুরু। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বুধবার, ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। তার আগে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এলেন ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীর।


গুরুত্বের দিক থেকে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ যে ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দেওয়া ইভেন্ট, তা নয়। বরং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনেক বেশি আগ্রহ রয়েছে ভারত বনাম ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নিয়ে। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান ডে অঙ্ক সাজিয়ে নেওয়ার শেষ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। বিভিন্ন কৌশল দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট।


তবে গৌতম গম্ভীরের কাছে এই টি-২০ সিরিজের গুরুত্বও অপরিসীম। তিনি যখন ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন, কার্যত মধুচন্দ্রিমা চলছিল। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে সদ্য টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গম্ভীর। শুরুটাও করেছিলেন দুর্দান্তভাবে। গম্ভীরের প্রশিক্ষণে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে দিয়েছিল নতুন ভারত। নতুন কারণ, টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন তিন তারকা। যাঁদের মধ্যে দুজন মহাতারকা। রোহিত শর্মা ও বিরাট কোহলি। সঙ্গে রবীন্দ্র জাডেজাও। ভারতীয় ক্রিকেট বোর্ড টি-২০ নেতৃত্বভার তুলে দিয়েছিল সূর্যকুমার যাদবের হাতে। আর প্রথম টুর্নামেন্টেই দুরন্ত পারফরম্যান্স গম্ভীর-স্কাই জুটির।


কিন্তু ওয়ান ডে সিরিজে হারতে হয়েছিল শ্রীলঙ্কার কাছে। তারপর দেশের মাটিতে বাংলাদেশকে টেস্ট সিরিজে ভারত ২-০ হারালেও, তারপর অপেক্ষা করেছিল সর্বকালীন লজ্জা। দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ। যে তিক্ত অভিজ্ঞতা এর আগে কোনওদিন ভারতীয় ক্রিকেট দলের হয়নি। তারপর অস্ট্রেলিয়া সফরে পারথে প্রথম টেস্ট জেতার পরেও ৩-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া হওয়া।



জোড়া বিপর্যয়ের পর গুরু গম্ভীরকে নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে তাঁর বিরুদ্ধে সাপোর্ট স্টাফ বাছার সময় স্বজনপোষণের অভিযোগ উঠেছে। তিনি ব্যাটিং কোচ হিসাবে প্রিয়পাত্র অভিষেক নায়ারকে নিয়ে এসেছেন, বোলিং কোচ করেছেন আর এক প্রিয় মর্নি মর্কেলকে। ভারতীয় বোর্ডও যে পরপর হারে বিরক্ত, সীতাংশু কোটাককে সহকারী কোচ হিসাবে দলের সঙ্গে জুড়ে দিয়ে সেই বার্তাই যেন দিয়েছে।


আর সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিততে মরিয়া গম্ভীর। তাই যুদ্ধ শুরুর আগে মা কালীর কাছে প্রার্থনা সেরে এলেন প্রাক্তন তারকা।


আরও পড়ুন: একে অপরকে বিশ্বাস করতে হবে, ড্রেসিংরুমে অশান্তির আবহে বড় বার্তা ভারতীয় অলরাউন্ডারের!