নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। ২ দলই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। এরই মাঝে মঙ্গলবার ফটোসেশনে অংশ নিলেন রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুল (K L Rahul), বিরাট কোহলিরা (Virat Kohli)। ক্যামেরার সামনে টেস্ট দলের জার্সি গায়ে চাপিয়ে বিভিন্ন রকম মুডে দেখতে পাওয়া গেল টিম ইন্ডিয়ার তারকাদের। 


 






অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন দিয়েই আক্রমণ করতে চলেছে ভারতীয় শিবির, এ বিষয়ে মোটামুটি একটা শিলমােহর দিয়ে দিলেন রাহুল। তিনি বলেন, ''আপাতত তিন স্পিনার নিয়েই খেলার পরিকল্পনা রয়েছে আমাদের। যদিও এখনই এই নিয়ে পাকাপাকি কিছু বলা উচিত হবে না। পিচের চরিত্র বুঝেই আমরা একাদশ সাজাব।'' রাহুল জানিয়েছেন যে এই সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে টিম ইন্ডিয়া। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে গেলে এই সিরিজে ভাল পারফর্ম করতেই হবে। কর্ণাটকী আরও বলেন, ''যখন বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে আলোচনা হচ্ছে, তখন অবশ্যই একটা আলাদা মাত্রা যোগ করে এই সিরিজ। আমাদের ব্যাটাররাও নিজেদের প্রস্তুত করেছে স্পিনের বিরুদ্ধে ভাল খেলার জন্য। পিচ স্পিন নির্ভর হয় ভারতে। আর ওঁদেরও বিশ্বমানের স্পিনার রয়েছে। ২ দলই চাইবে সিরিজে জিততে।''


বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। এই সিরিজে ভারতের ভাল ফলাফলের জন্য বিরাট কোহলির (Virat Kohli) ভাল খেলাটা ভীষণই জরুরি। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) একাধিক রেকর্ড নিজের নামে করার হাতছানি রয়েছে কোহলির সামনে।


২০১৮ সালে পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তিনি নতুন বছরেরর শুরুটাও দারুণভাবে করেছেন। আসন্ন সিরিজে বিরাট কোহলি যদি নিজের ফর্ম ধরে রেখে শতরান করতে পারেন, তাহলেই তিনি বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন ভারতের তারকা ব্যাটার। আপাতত তিনি সাতটি শতরান করেছেন। আরেকটি শতরান করলেই তিনি যুগ্মভাবে সুনীল গাওস্কর ও স্টিভ স্মিথ সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ আটটি শতরান করে ফেলবেন।