অ্য়াডিলেড: পারথ টেস্টে জয়ের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় শিবিরের। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) এমনই একটা শুরুর প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার জন্য। কিন্তু সামনে গোলাপি বলের টেস্ট (Pink Ball Test)। অ্য়াডিলেডে দিন রাতের টেস্টে নামার আগে আগামীকাল ৩০ নভেম্বর থেকে ২ দিনের প্রস্তুতি ম্য়াচও খেলবে রোহিত বাহিনী। এমনিতে দিন রাতের টেস্টে এখনও পর্যন্ত রেকর্ড ভারতীয় ক্রিকেট দলের ভালই। কিন্তু তবুও এই অ্য়াডিলেডেই ২০২০-২১ মরশুমের অভিশপ্ত ৩৬ রানে অল আউট হওয়ার ঘটনা এখনও কাঁটার মত বিঁধে আছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সঙ্গে। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ম্য়াচে নামার আগে যা কিন্তু মনে পড়বে বিরাট, বুমরাদের। মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু চলবেই।


দিন রাতের টেস্টে ভারতীয় ক্রিকেটের রেকর্ডবুক


এখনও পর্যন্ত দিন রাতের টেস্টে মোট ৫টি ম্য়াচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্য়ে চারটি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে মেন ই ব্লুজ্রা। তার মধ্য়ে চারটি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। ২০২০-২১ মরশুমে বর্ডার গাওস্কর ট্রফি খেলতে এসেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। কিন্তু অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে লজ্জার হার হারতে হয়। সেই ম্য়াচে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা সর্বনিম্ন এখনও পর্যন্ত কোনও দলের। সেই ম্য়াচে ৮ উইকেটে হেরে যায় ভারত।


দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ডবুক


অস্ট্রেলিয়াও কিন্তু কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত এই গোলাপি বলের টেস্টে। ১২ টি ম্য়াচে খেলে এখনও পর্যন্ত তাঁরাও মাত্র একটি ম্য়াচেই হেরেছে। তবে ঘরের মাঠে পারথে যেভাবে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে, তাতে নিঃসন্দেহে চাপ থাকবে অজি শিবিরের ওপর।


পারথে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে রান তাড়া করতে নেমে ১০৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়সওয়াল ও বিরাটের সেঞ্চুরির ওপর ভর করে ৪৮৭ রানের বিশাল স্কোর বোর্ডে তুলে নেয় টিম ইন্ডিয়া। সেই রানের জবাবে অস্ট্রেলিয়া মাত্র ২৩৮ রানে অল আউট হয়ে গিয়েছিল। ম্য়াচে ৮ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন জসপ্রীত বুমরা।