ক্য়ানবেরা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট গোলাপি বলের। তাই আগাম প্রস্তুতি ম্য়াচ খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে আগামীকাল থেকে দু দিনের প্রস্তুতি ম্য়াচে খেলতে নামবে রোহিত বাহিনী। পারথে না খেললও এই প্রস্তুতি ম্য়াচে ভারতের নেতৃত্বে দেবেন রোহিতই। শেষবার বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) অ্য়াডিলেডেই ৩৬ রানে ইনিংসে অল আউট হতে হয়েছিল ভারতকে। এবার তাই আগাম প্রস্তুতি ম্য়াচ খেলেই গোলাপি বলের টেস্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
কাদের ম্যাচ?
গোলাপি বলের ২ দিনের প্রস্তুতি ম্য়াচে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ মুখোমুখি হবে
কবে ম্যাচ?
এই প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ৩০ ডিসেম্বর, শনিবার
কোথায় খেলা
প্রস্তুতি ম্য়াচটি হবে ক্য়ানবেরার মানুকা ওভালে
কখন শুরু
ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ৯.১০ এ, অস্ট্রেলিয়ান সময় অনুযায়ী তা দুপুর ২.৪০
কোথায় দেখবেন
টিভিতে স্টার স্পোর্টসে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ম্য়াচটি দেখতে পাবেন
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে লাইভ স্ট্রিমিং
প্রত্যেকবারই অস্ট্রেলিয়া সফরে এলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার রেওয়াজ রয়েছে ভারতীয় দলের। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে তাই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়েছিলেন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরা-রা। সেখানে ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, 'এই সপ্তাহান্তে দুর্দান্ত একটা ভারতীয় দলের সঙ্গে মানুকা ওভালে খুব কঠিন এক চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী একাদশের। তবে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেই রেখেছি যে, কাজ সম্পন্ন করার ব্যাপারে আমি আমার ছেলেদের ওপর ভরসা রাখছি।' সরাসরি না বললেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বোঝাতে চেয়েছেন, ভারতীয় দলকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের পরিচয় করিয়ে দেন রোহিত শর্মা। যশপ্রীত বুমরার ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। কোহলিকে মজা করে তিনি বলেন, 'দারুণ ইনিংস খেলেছো পারথে, যেন সেই সময় আমরা আর কোনও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না।' উল্লেখ্য, বিরাট পারথে প্রথম ইনিংসে মাত্র ৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক ১০টি শতরানের রেকর্ড গড়েছেন কিং কোহলি।