মেলবোর্ন: চলতি ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের (IND vs AUS 4th Test) দ্বিতীয় দিন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ভারতীয় দল। বৃহস্পতিবারই পরলোক গমন করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh)। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করতে ও তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই শুক্রবার অজ়িভূমে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ভারত।
বৃহস্পতিবার সন্ধেতে নিজের বাসভবনেই হঠাৎই জ্ঞান হারান দুইবারের প্রাক্তন প্রধানমন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে তড়ঘড়ি নয়াদিল্লির AIIMS-এ ভর্তি করা হয়। তবে লাভের লাভ কিছু হয়নি। কিন্তু যখন হাসপাতালে আনা হয়, তখনই শ্বাসকষ্ট গুরুতর সমস্যা হয়ে উঠেছিল বলে জানা যায়। তড়িঘড়ি ICU-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। চলে গেলেন মনমোহন।
দিল্লি AIIMS জানিয়েছে, 'বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসা চলছিল। ২৬ ডিসেম্বর হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। বাড়িতেই তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। রাত ৮টা বেজে ৬ মিনিটে হাসপাতালে আনা হয় তাঁকে। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও ওঁকে ফেরোনা যায়নি। রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়'।
এই ঘটনার জেরেই ভারতীয় পুরুষ দল মেলবোর্নে আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে। একদিকে অজ়িভূমে যে পুরুষ দল খেলছে, সেখানে বঢ়োদরায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই পুরুষদের মতোই তাঁদেরও জার্সিতে কালো আর্মব্যান্ড দেখা গিয়েছে। দুইবারের প্রধানমন্ত্রীর প্রধামন্ত্রীর মৃত্য়ুতে যে নক্ষত্রপতন ঘটল, তা বলাই বাহুল্য।
ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গাব্বার স্মৃতি ফিরল মেলবোর্নে, লাবুশেনের ব্যাটিংয়ের সময় সিরাজ বেল বদল করতেই সাফল্য পেল ভারত