সিডনি: অ্যাশেজ় সিরিজে (The Ashes) বিপর্যস্ত ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সে হাতছাড়া হয়েছে সিরিজ। প্রশ্ন উঠে গিয়েছে বাজ়বল তত্ত্ব নিয়ে। তার মাঝেই তোলপাড় পড়ে গিয়েছে একটি ভিডিওকে নিয়ে।
যে ভিডিওতে দেখা গিয়েছে, মদ্যপ অবস্থায় ইংরেজ ওপেনার বেন ডাকেট। এতই বেসামাল যে, তিনি টিমহোটেলে ফিরতে পর্যন্ত পারছেন না। যদিও ঘটনাটি দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের। ছোট বিরতি নিয়ে নুসায় গিয়েছিল ইংল্যান্ড দল। যাতে সিরিজের মাঝে মানসিকভাবে তরতাজা থাকতে পারে গোটা দল। আর সেখানেই বিতর্কে জড়িয়েছেন ডাকেট।
মঙ্গলবার এক্সে ভাইরাল হয়ে গিয়েছে 'মদ্যপ' ডাকেটের ভিডিও। তারপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কে জানিয়ে দিয়েছেন, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের পরই যে ঘটনা ঘটেছিল বলে খবর। সেই টেস্টে হেরে অ্যাশেজ় সিরিজে ০-২ পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড।
নুসাতে চারদিন কাটিয়েছিলেন ইংরেজ ক্রিকেটারেরা। যদিও ইসিবি জানিয়েছে, সেটা ঠিক ছুটি কাটানো ছিল না। বরং হেড কোত ব্রেন্ডন ম্যাকালামের উদ্যোগে মানসিকভাবে ক্রিকেটারদের তরতাজা রাখার জন্য একটা উপায় ছিল। সেই সময় কোনও প্র্যাক্টিস রাখা হয়নি। যাতে ক্রিকেটারেরা মানসিক দিক থেকে ভাল জায়গায় ফিরতে পারেন।
অ্যাডিলেডে তার পরের টেস্টে ইংল্যান্ড ভাল খেললেও ৮২ রানে পরাস্ত হয়। তাতেই সিরিজ হাতছাড়া হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়ার পকেটে। শুক্রবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। যদিও তার আগে শোরগোল ফেলেছে বিতর্কিত ভিডিও। রব কে জানিয়েছেন, তাঁদের বিশ্বাস ক্রিকেটারেরা এমন কিছু করেননি যাতে দলের সুনাম নষ্ট হয়।
ইংরেজ ব্যাটার ডাকেটের অ্যাশেজ দুঃস্বপ্নের মতো কাটছে। ১৬.১৬ গড়ে মাত্র ৯৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান মাত্র ২৯।