মুম্বই: ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল।  বিরাট  কোহলির নেতৃত্বে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।  ইডেনে আয়োজিত সেই ঐতিহাসিক টেস্টে সেঞ্চুরি করেছিলেন কিং কোহলি।  তবে সামনের ঘরোয়া মরসুমে দেশের মাটিতে কোনও গোলাপি বলে টেস্ট খেলবে না টিম ইন্ডিয়া। শুধুমাত্র রোহিত, বিরাটরাই নন, হরমনপ্রীত স্মৃতি মন্ধানারাও গোলাপি বলে টেস্ট দেশের মাটিতে খেলবে না।  


উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম পর্বে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ।  সেখানেই তিনি এই বিষয়ে  সত্যতা স্বীকার করেন।  সেখানে প্রশ্নের উত্তরে জয় শাহ জানান, " আমরা গোলাপি বলের টেস্টকে আরও বেশি করে প্রমোট করতে চাই। কিন্তু এই মুহূর্তে গোলাপি বলের টেস্ট যতগুলো হয়েছিল বেশিরভাগই দু-তিন দিনের মধ্যেই খেলা শেষ হয়ে গিয়েছে। কিন্তু সমর্থকরা চান ম্যাচ  চতুর্থ ও পঞ্চম দিনে গড়াক।  তেমনটা না হলে গোলাপি বলে টেস্টের জনপ্রিয়তাও কমবে। তাই পরিস্থিতি যখন অনুকূল হবে, তখনই একমাত্র আমরা ফের গোলাপি বলের টেস্ট আয়োজনের বিষয় ভাবনা চিন্তা করব।"


এখনো পর্যন্ত ভারতীয় দল মোট চারবার গোলাপি বলে টেস্ট খেলেছে।  তার মধ্যে তিনটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। একটি ম্যাচে হারতে হয়েছে। শেষবার  বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে  শ্রীলংকার বিরুদ্ধে  গোলাপি বলে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল।  মাত্র তিন দিনেই খেলা শেষ হয়ে গিয়েছিল।  অন্যদিকে হরমনপ্রীত কৌর, মিতালি রাজরা একমাত্র গোলাপি বলের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২১ সালে  কুইন্সল্যান্ডে।  সেই ম্যাচ ড্র হয়েছিল। 


এদিকে গতকাল দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য খেলাই সম্ভব হয়নি।  টস পর্যন্তও করা যায়নি।  ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার সফরের তিন ফর্ম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে।  তিন ম্যাচের টি-টোয়েন্টি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর ২ ম্যাচের টেস্ট সিরিজও খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।  আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারত দক্ষিণ আফ্রিকা।  টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর থেকে।  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে হারের পর এই প্রথমবার টেস্টের লড়াইয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সাদা পোশাকের ক্রিকেটে প্রোটিয়া সফরে এখনো পর্যন্ত আটটি সিরিজ খেলে কোনওবারই  জিততে পারেনি ভারত। এবার কি পারবে তারা? উত্তর হয়তো সময় দেবে।