ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) সিরিজের প্রথম ওয়ান ডেতে জয়ের কাছাকাছি এসেও হারতে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় ওয়ান ডেতে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) লড়াই সত্ত্বেও পাঁচ রানে ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মাঝেও আরও খারাপ খবর ভারতীয় শিবিরে। এক, দুই নয়, সিরিজের অন্তিম ওয়ান ডে ম্যাচ থেকে ছিটকে গেলেন তিন ভারতীয় তারকা।


নেই তারকা ত্রয়ী


ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি দেশে ফিরছেন। এমনকী টেস্ট সিরিজেও রোহিতের অংশগ্রহণ করা নিয়ে প্রবল সংশয় রয়েছে। রোহিত নিজে ম্যাচের পর বলেন, 'সত্যি কথা বলতে কী, আঙুল একেবারেই ভাল নেই। হাড় ভাঙেনি, তবে সরে গিয়েছে। সেই কারণেই ব্যাট করতে পেরেছিলাম।' তাঁকে নিয়ে উদ্বেগের খবর শোনালেন রাহুল দ্রাবিড়ও। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, আঙুলের চোটের পরীক্ষা করাতে মুম্বইয়ে ফিরছেন তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। তারপর বাংলাদেশে ফিরে যেতে পারেন। তবে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, নিশ্চিত নন দ্রাবিড়।


রোহিতের পাশাপাশি দীপক চাহারও (Deepak Chahar) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীনই চোট পেয়ে মাঠ ছাড়েন। তিনি ওই ম্যাচে মাত্র তিন ওভারই বল করতে পেরেছিলেন। অপরদিকে, চলতি সিরিজেই অভিষেক ঘটানো কুলদীপ সেন (Kuldeep Sen) তো দ্বিতীয় ম্যাচ মাঠেই নামতে পারেননি। এই তারকা ত্রয়ীর কাউকেই ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে দেখা যাবে না। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় দ্বিতীয় ম্যাচের পরেই তা নিশ্চিতও করে দেন। তিনি বলেন, 'ওঁদের তিনজনের কেউই যে পরের ম্যাচ খেলবে না, তা নিশ্চিত।'


রোহিতের রেকর্ড


দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে চোট নিয়েই ২৮ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান রোহিত। এর সুবাদেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি ছয় মারার রেকর্ড গড়লেন 'হিটম্যান'। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছক্কা সংখ্যা দাঁড়াল ৫০২। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু ক্রিস গেলের দখলে রয়েছে। 'ইউনিভার্স বস' আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছয় হাঁকিয়েছেন। গেলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি মোট ৪৭৬টি ছয় মেরেছেন।


আরও পড়ুন: আঙুলে মারাত্মক চোট, তা নিয়েই দুরন্ত ব্যাটিং, ম্যাচ হারলেও মন জিতলেন রোহিত