ত্রিনিদাদ: বৃহস্পতিবার (৩ অগাস্ট) ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (India vs West Indies 1st T20) নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন তিলক ভার্মা (Tilak Varma)। ভারতের পরাজয় সত্ত্বেও নিজের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু বেশ প্রভাবিতই করেছেন তরুণ বাঁ-হাতি ব্যাটার। ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিলক। তবে এত তাড়াতাড়ি যে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন, সেটা তিলক নিজেও ভাবেননি বলেই জানাচ্ছেন।


দ্রুত সুযোগ


বিসিসিআইকে তিলক জানান, 'আমি ছোটবেলা থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। তবে এত দ্রুত যে সুযোগ পাব, এত তাড়াতাড়ি যে আমার স্বপ্নপূরণ হবে, সেটা ভাবতেও পারিনি। এত দ্রুত এই সুযোগ পাব ভাবিনি কারণ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরেই তো করোনার বাড়বাড়ন্ত শুরু হয় এবং সবকিছু হঠাৎ করেই থেমে যায়।'


সামনেই বিশ্বকাপ। এ বছর ভারতেই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। এখনও কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো ভারতীয় দলের একাধিক তারকা চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। ঋষভ পন্থও এখনও ফিট নন। এমন পরিস্থিতিতে তাঁরা যদি ফিট না হতে পারেন, সেক্ষেত্রে ভারতীয় মিডল অর্ডারে স্থান দখলের সুযোগ রয়েছে। তিলককে কিন্তু এবারের বিশ্বকাপের দলে থাকার দাবিদার বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তবে তিনি যে বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে রয়েছেন, সেকথা জানাতে কিন্তু কোনরকম রাখঢাক করেননি তিনি। 


 






তিলক বলেন, 'আমি মনে মনে সবসময় দলের হয়ে বিশ্বকাপ জেতার কথা ভাবি। কত নম্বরে ব্যাট করতে নামব, দলের হয়ে কীভাবে নিজের অবদান রাখব, সেইসব চিন্তাভাবনা মাথায় সবসময় ঘোরে।' 


ম্যাচের বিবরণ


প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েলের ৪৮ ও নিকোলাস পুরানের ৪১ রানে ভর করে ক্যারিবিয়ান দল ১৪৯/৬ তোলে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাংলাদেশের ওয়ান ডে দলের নেতৃত্ব ছাড়লেন তামিম ইকবাল, খেলবেন না এশিয়া কাপেও