হায়দরাবাদ: টেস্ট চ্যাম্পয়নশিপ ফাইনাল, ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল, বর্ডার গাওস্কর ট্রফি। বারবার ভারতীয় দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। ভারতে আইপিএলে খেলতে এসেও ব্যাট হাতে তাণ্ডব চালান। যদিও চলতি মরশুমে সেভাবে এখনও ঝড় দেখা যায়নি ট্রাভিস হেডের ব্যাট থেকে। যার ফল ভুগতে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকেও। দলের পারফরম্য়ান্সও তলানিতে। এক সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেড মেনে নিলেন সাম্প্রতিক সময়ে সাদা বলের ফর্ম্য়াটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল টিম ইন্ডিয়া। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দুটোই রোহিত শর্মার নেতৃত্বে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছিল ভারত। সেদিন হেডের ব্যাট না চললে হয়ত ভারত ওয়ান ডে বিশ্বকাপও চ্যাম্পিয়ন হত। অজি তারকা বলছেন, ''ভারত সবসময়ই শক্তিশালী দল। আমি মনে করি বিশ্বের সেরা দলের বিরুদ্ধে পারফর্ম করতে সবাই চায়। ভারত ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছে। ওরা এই ফর্ম্যাটে সেরা। সাম্প্রতিক সময় সবগুলো আইসিসি ইভেন্টেই ফাইনালে খেলেছে ভারত।''

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার ভারতকে। তবে শুরুতে কিন্তু বেশ চাপেই ছিল অজিরা। স্মিথ, ওয়ার্নার, মার্শ ফিরে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে লাবুশেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন ট্রাভিস হেড। ১২০ বলে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। হেড বলছেন, ''ভারত যে মানের দল। তাদের বিরুদ্ধে বাড়তি কোনও আশা নিয়ে আমরা নামিনি সেদিন। গোটা টুর্নামেন্টে ওঁরা দাপটের সঙ্গে খেলেছে। কখনও কখনও এমন দিন আসে যেখানে কোনওকিছুই ভুল হয় না। আমরা সেদিন ফাইনালে জিতেছিলাম, এটা সত্যিই দারুণ ছিল। কিন্তু ভারত যদি জিতত, সেটাও অবাক করত না। কারণ ওঁরা বিশ্বমানের দল। এই ধরণের ম্য়াচগুলো আমার কাছে আর একটা ম্য়াচই শুধু।''

বর্তমান বিশ্বের সবথেকে বিধ্বংসী ব্যাটারদের একজন হলেন ট্র্যাভিস হেড। তবে নাইটদের বিরুদ্ধে অজ়ি তারকার ব্যাট সাম্প্রতিক সময়ে চুপই থেকেছে। এবারও কেকেআরের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলে চার মারলেও, পরের বলেই আউট হন তিনি। নাইটদের বিরুদ্ধে হেডের ব্যর্থতা কিন্তু নতুন নয়। গত মরশুমের শেষ দুই সাক্ষাতে তো তিনি কেকেআরের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। এই পরপর ব্য়র্থতা টেনেই কেকেআরের তরফে হেডকে খোঁচা দেওয়া হয়।