বেনোনি: আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দাপুটে মেজাজে অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের (U19 T20 WC) অভিযান শুরু করল ভারত। ব্যাট হাতে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নজর কাড়লেন অধিনায়ক শেফালি ভার্মা (Shafali Verma)। এক ওভারে প্রোটিয়া মিডিয়াম পেসার নিনির ছয়টি বলে ছয়টি বাউন্ডারি হাঁকালেন শেফালি। তাঁর সঙ্গে ওপেন করা শ্বেতা শেরায়ত (Shweta Sehrawat) খেললেন ৯২ রানের চোখধাঁধানো ইনিংস। এই দুই তারকার দাপটেই আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ২১ বল বাকি থাকতেই সাত উইকেটে হারাল ভারত।
বল-ব্যাটে শেফালির দাপট
এদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার দুরন্ত গতিতে ইনিংস শুরু করেন। সিমোন লরেন্স ও এলান্দ্রি রেন্সবার্গের আক্রমণাত্মক ইনিংসের সুবাদে মাত্র চার ওভারে প্রোটিয়া দল এক উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ফেলে। এলান্দ্রি ১৩ বলে ২৩ রানে আউট হলেও, আরেক ওপেনার সিমোন নিজের ইনিংস চালিয়ে যান। ৪৪ বলে ৬১ রান করেন তিনি। প্রোটিয়া দল শুরুটা দুরন্ত করলেও নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে ভারতীয় দল রানের গতি নিয়ন্ত্রণে সফল হয়। ম্যাডিসন ল্যান্ডসম্যান শেষের দিকে ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে শেফালি সর্বাধিক দুই উইকেট নেন।
তবে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৬ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আগুনের জবাব আগুন দিয়েই দেওয়ার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার মতো ভারতীয় ওপেনাররাও দুরন্ত গতিতে ইনিংস শুরু করেন। শেফালি ভার্মা ভারতীয় সিনিয়ার দলের নিয়মিত সদস্য। ইতিমধ্যেই সিনিয়ার দলের হয়ে দুই বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। তাঁর দক্ষতা এই ম্যাচে স্পষ্ট চোখে পড়ে। মাত্র ১৬ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। নিনির ওভারের প্রথম পাঁচটি বলে চার মারার পর, ষষ্ঠ বলটিতে ছক্কা হাঁকান শেফালি। তবে ৪৫ রানেই ফিরতে হয় তাঁকে। ভারতের ওপেনিং পার্টনারশিপে ওঠে ৭৭ রান।
ফেভারিট ভারত!
শেফালি আউট হলেও শ্বেতা ক্রিজ ছাড়েননি। ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ২০টি চারের সহায়তায় ৫৭ বলে ৯২ রান করেন তিনি। সহজে জয় পেয়ে যায় ভারত। পুরুষদের বিভাগে সর্বোচ্চবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে এই পারফরম্যান্স এই টুর্নামেন্টেও ভারতকে অন্যতম ফেভারিটের তকমা দিয়ে দিল।
আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য ফিটনেস টেস্ট? কী বলছেন ভারতীয় ব্যাটিং কোচ রৌঠৌর