বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগ (Women's Premier League 2024) তিন ম্যাচ খেলা হয়ে গেল, তাও গুজরাত জায়ান্টসের (Gujarat Giants) প্রথম জয় অধরা। বল হাতে সোফি একলেস্টোন ও ব্যাট হাতে গ্রেস হ্যারিসের দাপুটে ইনিংসে গুজরাতকে কার্যত উড়িয়ে দিল ইউপি ওয়ারিয়ার্স (UP Warriorz)। ১৪৩ রান তাড়া করতে নেমে ২৬ বল বাকি থাকতে ছয় উইকেটে জয় পেল ইউপি। সোফি তিন উইকেট নেন, গ্রেস ৩৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন।


ম্যাচে টস জিতে অ্যালিসা হিলির ইউপি গুজরাতকে প্রথমে ব্যাট করার আহ্বান জানায়। লরা উলভার্ট এবং বেথ মুনি ওপেনিংয়ে গুজরাতের হয়ে শুরুটা মন্দ করেননি। ৪০ রান যোগ করেন দুইজনে। তবে গুজরাত অধিনায়ক বেথ মুনিকে ফিরিয়ে ইউপিকে প্রথম সাফল্য এনে দেন সোফি। প্রথম উইকেট হারানোর পরেই গুজরাতের রানের গতি কমে যায়। মুনির পর লরাকেও ২৮ রানে সাজঘরের রাস্তা দেখান সোফিই। হরলীন দেওলও ১৮ রানের বেশি করতে পারেননি।


টপ অর্ডারের ব্যর্থতার পর ফিবে লিচফিল্ড এবং অ্যাশলে গার্ডনার নিজের কাঁধে গুজরাত ইনিংস সামলানোর দায়িত্ব নেন। চতুর্থ উইকেটে ৩১ বলে ৫২ রান যোগ করেন দুইজনে। ফিবে করেন ৩৫, গার্ডনারের সংগ্রহ ৩০ রান। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৪২ রান তোলে গুজরাত।


জবাবে ব্যাট করতে নেমে কিরণ নভগিরে বড় রান করতে ব্যর্থ হন। ১২ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে তাঁর ওপেনিং পার্টনার হিলি কিন্তু দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন। একের পর এক বাউন্ডারি হাঁকান অজ়ি তারকা। তবে পাওয়ার প্লের শেষ ওভারে হিলিকে ৩৩ রানে ফিরিয়ে ইউপিকে বড় ধাক্কা দেন ক্যাথরিন ব্রাইস। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু নিজের অভিষেক ম্যাচ ব্যাট হাতে তেমন প্রভাবিত করতে পারেননি। তাঁর সংগ্রহ ১৭ রান। 


তবে অপরপ্রান্তে যেখানে উইকেট পড়ছিল, সেখানে হিলি আউট হয়ে যাওয়ার পর হ্যারিস আক্রমণের ভার নিজের কাঁধে নেন। তিনিই শেষ অবধি টিকে থাকেন। হ্যারিসের ৬০ রানের ইনিংস সাজানো ছিল নয়টি চার ও দুই ছক্কায়। তাঁকে যোগ্য সঙ্গ দেন দীপ্তি শর্মা। তাঁর সংগ্রহ ১৭। পঞ্চম উইকেটে দুইজনের ৫৩ রানের পার্টনারশিপ ইউপির জয় সুনিশ্চিত করে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: বার্ষিক চুক্তি থেকে বাদ শ্রেয়স, ঈশান, কোন পথে আবার ভারতীয় দলে ফিরতে পারেন তারকা ক্রিকেটারদ্বয়?