হোভ: ইংল্যান্ডের মাটিতে দুরন্ত বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৯ বলে ১৪ বছর বয়সি তরুণের ব্যাট থেকে এল ঝাঁ চকচকে ৪৮ রানের ইনিংস। ফের একবার নিজের প্রতিভার পরিচয় দিল বৈভব। ম্যাচে জয়ও পেল ভারতীয় দল।
বড়দের পাশাপাশি একই সময়ে বর্তমানে ভারতীয় দলের ছোটরাও ইংল্যান্ডে সফর করছে। ঋষভ পন্থ, শুভমন গিলরা লিডসে জিততে পারেননি। তবে আয়ুষ মাত্রে (Ayush Mhatre), বৈভবরা পারল। ইংল্যান্ডের মাটিতে হোভে ইংল্যান্ডকে পরাজিত করল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল (Indian U 19 Team)। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
ব্যাটে নেমে তারকা ইংল্যান্ড প্রাক্তনী অ্যান্ড্রু ফ্লিনটফে ছেলে রকি ফ্লিনটফ এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক, ৯০ বলে ৫৬ রানের ইনিংস খেলে। তবে ৫০ ওভারে মাত্র ১৭৪ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল। ৯৮ রানের ব্যবধানেই পড়ে নয় উইকেট। ভারতের হয়ে কণিষ্ক চৌহান ১০ ওভারে ২০ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সেরা বোলিংটি করে।
জবাবে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নামে ভারতীয় দল। সদ্য আইপিএল মাতানো দুই তরুণ ভারতীয় তুর্কি বৈভব ও আয়ুষ মাত্রে ভারতের হয়ে ওপেন করে। তবে রানের লক্ষ্যমাত্র অল্প হলেও, বৈভব কিন্তু স্বমহিমায় ব্যাটিং করেন। পাঁচ ছক্কাসহ ৪৮ রানের ইনিংস খেলে বাঁ-হাতি ব্যাটার বৈভব। জ্যাক হোমের বিরুদ্ধে তো এক ওভারেই বৈভবের ব্যাট থেকে তিন ছক্কা আসে। তবে দুর্ভাগ্যবশত অর্ধশতরান পূরণ করতে ব্যর্থ হয় সে। ৫০ রানের গণ্ডি পার করার দুই রান আগেই রালফি অ্যালবার্টের বলে বৈভবকে সাজঘরে ফিরতে হয়।
তা সত্ত্বেও ২৬ ওভার বাকি রেখে ভারতীয় দলের ছোটরা ম্য়াচও জিতে নেয়। অধিনায়ক আয়ুষ মাত্রে অবশ্য তেমন বড় রান পায়নি। সিএসকে তরুণ ২১ রান করে সাজঘরে ফেরে। ওপেনিংয়ে ৭১ রানে অবশ্য জয়ের ভিতটা গড়েই দিয়েছিল বৈভব ও আয়ুষ। অভিজ্ঞান কুণ্ডু অপরাজিত ৪৫ রানের ইনিংসে জয়টা সুনিশ্চিত করে। এই ইয়ুথ ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্য়াচ ছিল। ম্য়াচ জিতে সিরিজ়ে এগিয়ে গেল ভারত। এরপর নর্দাম্পটনে আবার ৩০ জুন দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।