পটনা: বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই আইপিএল নিলামে সামিল হয়ে আগেই ইতিহাস গড়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তাঁকে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত নিলাম (IPL Auction 2025) থেকে দ্বিতীয় দিন ১ কোটি ১০ লক্ষ টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল নিলামে বিক্রি হওয়া কনিষ্ঠতম ক্রিকেটার হয়ে যান বৈভব। 


ভারতের ক্রিকেটমহলে বৈভব সূর্যবংশী বিস্ময়বালক হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই। তবে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন ওঠা থামছে না। এবার তাঁর বয়স নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার। 


 






সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ব্যাট হাতে নজর কেড়েছেন বৈভব। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৈভবের একটি ছক্কা দেখার পরেই প্রাক্তন পাক ক্রিকেটার জুনেইদ খান বিস্ময় প্রকাশ করেছেন। বৈভবের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ এনেছেন তিনি। প্রাক্তন পাক ক্রিকেটার বৈভবের সেই ছক্কার ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে জুনেইদ লিখেছেন, '১৩ বছরের একটা বাচ্চা কি এত বড় ছক্কা মারতে পারে?' 


অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের হয়ে মোট ৫টি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। তাতে তিনি করেছেন ১৭৬ রান। বৈভব টুর্নামেন্টে ১৪টি চার ও ১২টি ছক্কা মেরেছিলেন। ভারত ফাইনালে উঠলেও পাকিস্তান ফাইনালে উঠতে ব্যর্থ হয়। সেমিফাইনালে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে যায় পাক দল। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে ট্রফি হাতছাড়া করে ভারত।


আরও পড়ুন: ব্যাটে-বলে ফের প্রতিপক্ষের ত্রাস, হার্দিক-ক্রুণালদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও খেলবেন শামি


প্রসঙ্গত, বৈভবের বয়স নিয়ে প্রশ্ন ওঠা নতুন নয়। অনেকেই বলেছিলেন, ১৩ বছরের প্রতিভাশালী ক্রিকেটার বয়স ভাঁড়িয়েছে। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছিলেন, 'বৈভবের যখন সাড়ে আট বছর বয়স, সেই সময়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাড়ের পরীক্ষা দিতে হয়েছিল। তার রিপোর্ট থেকেই সব পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ ভারতের হয়ে খেলা হয়ে গিয়েছে ওর। প্রয়োজনে আবারও বয়সের পরীক্ষা দিতেই পারে বৈভব।'


আরও পড়ুন: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।