কলকাতা: বয়স তাঁর ১৪ বছর। কিন্তু প্রতিভা যে বয়সের ধার ধারে না, তা তো বহু আগেই প্রমাণ করে দিয়েছিল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মঙ্গলবার, ২ ডিসেম্বের ইডেনে ফের একবার তা প্রমাণ করল 'বিস্ময়বালক'। ক্রিকেটের নন্দন কাননে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali T20) তার ব্যাট থেকে আসল বিধ্বংসী শতরান। জলজ সাক্সেনাদের নিয়ে তৈরি মহারাষ্ট্রের অভিজ্ঞ বোলিং আক্রমণকে নিয়ে কার্যত ছেলেখেলাই করলেন বিহারের ছেলে। গড়লেন নয়া ইতিহাস।
এদিন সকালের ম্যাচে বিহারের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মহারাষ্ট্র অধিনায়ক পৃথ্বী শ। প্রথম ওভারেই বিহার ওপেনার বিপিন সৌরভকে হারালেও, অপরপ্রান্ত থেকে আক্রমণা শানায় বৈভব। এমার্জিং স্টার্স এশিয়া কাপে বৈভব ব্যাট হাতে ঝড় তুলে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেছিল। তবে এই ইনিংসের আগে পর্যন্ত সৈয়দ মুস্তাক আলিতে তেমন রান আসেনি বৈভবের ব্যাট থেকে। প্রথম তিন ইনিংসে সে যথাক্রমে ১৪, ১৩ ও পাঁচ রান করে। তবে মঙ্গলবার ফের একবার জ্বলে উঠল বৈভব।
নিজের ইনিংসে দারুণ পরিপক্কতার পরিচয় দেয় বৈভব। ইনিংসের শুরুটা সে খানিকটা দেখে শুনেই করেছিল। তবে ইনিংস যত গড়ায় ততই তার আগ্রসন বেড় যায়। বয়স মাত্র ১৪ বছর ২৫০ দিন হলেও, একেবারে পোড় খাওয়া ক্রিকেটারের মতোই নিজের ইনিংস এগিয়ে নিয়ে যায় তরুণ বাঁ-হাতি ব্যাটার।
বিহারের প্রায় গোটা ইনিংসটাই তার ব্যাটে ভর করে গড়ে উঠে। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে বিহার বোর্ডে মোট ১৭৬ রান তোলে। এর মধ্যেই ৬১ বলে বৈভব একাই ১০৮ রান যোগ করে। ৫৮ বলে বৈভব নিজের শতরান পূরণ করে। সে ইনিংস শেষে অপরাজিতও থেকে মাঠ ছাড়ে। ইনিংসের বিশতম ওভারে অর্শিন কুলকার্নির প্রথম বলেই বৈভব বাউন্ডারি হাঁকিয়ে নিজের শতরান পূরণ করে। এর আগে আইপিএল, ভারতীয় 'এ' দলের হয়ে ঝড় তোলার পর এবার সৈয়দ মুস্তাক আলিতেও বিধ্বংসী ইনিংস খেলল সে।
আজকের ইনিংসের সঙ্গে সঙ্গেই বৈভবই কিন্তু সৈয়দ মুস্তাক আলিতে সবথেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে শতরান হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করল।