ধর্মশালা: অতীতে তাঁর ফিটনেস নিয়ে না না প্রশ্নচিহ্ন উঠেছিল। তবে ভারতীয় দলে কামব্যাকের পর থেকে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) বল হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপের আগে জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন 'মিস্ট্রি স্পিনার'। সপ্তাহান্তে ধর্মশালায় ফের একবার প্রোটিয়াদের (IND vs SA) বিরুদ্ধে নিজের ভেল্কির জাদু দেখালেন বরুণ।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ২.৭৫ ইকোনমিতে মাত্র ১১ রানের বিনিময়ে দুই উইকেট নিলেন বরুণ। তারকা স্পিনার এই দুই উইকেটের সুবাদেই ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেটর মাইলফলক স্পর্শ করে ফেললেন। কুলদীপ যাদবের (২৯) পর দ্বিতীয় দ্রুততম, মাত্র ৩০টি ম্যাচে ভারতের হয়ে ৫০টি বিশ ওভারের উইকেট নিলেন বরুণ। তবে তারকা স্পিনার নিজে এই বিষয়ে অবগতই ছিলেন না।
ম্যাচের পর বরুণকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি সত্যি বলতে এই মাইলফলক স্পর্শ করার বিষয়টা জানতাম না। আমায় জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এই মাইলফলক স্পর্শ করতে পেরে খুবই ভাল লাগছে। আমি ভারতের হয়ে খেলে উইকেট সংগ্রেহ করতে পারলেই আমি খুশি।'
এরপর তিনি ধর্মশালার পরিবেশ এবং নিজের পারফরম্যান্স নিয়ে যোগ করেন, 'ফাস্ট বোলারদের জন্য শুরুতে খানিকটা মদত ছিলছ। বল হালকা সিম হচ্ছিল। সব মিলিয়ে পরিবেশটা বেশ কঠিন ছিল। এত ঠান্ডার মধ্যে কোনও মাঠে আমি এর আগে কোনওদিন খেলেনি, তাই আমার জন্য এখানে খেলাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। চেন্নাইয়ে তো এমন পরিবেশ থাকে না।'
দলের পরিকল্পনা নিয়ে বরুণকে বলতে শোনা যায়, 'গত ম্যাচের আমরা বৈঠকে বসি এবং বেশ কিছু কথাবার্তা হয়। আমরা কোথায় ভুল করেছি সেটা বুঝে নিয়ে সেই জায়গায়ই উন্নতি করার চেষ্টা করেছি। ম্যানেজমেন্ট এবং বোলারদের সকলেরই বাহবা প্রাপ্য। এই আলোচনাটা দ্বিপাক্ষিকই ছিল এবং সেটা কাজে দিয়েছে। আমি এখানে কেবল নিজের শক্তিশালী দিকগুলি বুঝেই সেইমতো বোলিং করার চেষ্টায় ছিলাম। বল তো আজ ঘোরার থেকে বেশি স্কিড করছিল। তাই সেইমতোই বাড়তি স্পিন করার বদলে আমি বল স্কিড করারই চেষ্টা করছিলাম।'