চণ্ডীগড়: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে জয়ের পর দ্বিতীয় ম্য়াচে হেরে পাঁচ ম্য়াচের সিরিজে ১-১ রয়েছে ফল। কিন্তু ম্য়াচে একটি অদ্ভুত কাণ্ড ঘটেছিল ভারতীয় ব্যাটিংয়ের সময়। জিতেশ শর্মা, যিনি ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার। তিনি ব্যাটিং করার সময় একটি বল মিস করেন। সেই বল উইকেটের বেল ছুঁয়ে যায়। কিন্তু তবুও আউট হলেন না জিতেশ। কিন্তু কেন?
২১৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারত। কিন্তু প্রথম থেকেই উইকেট হারাতে থাকে তারা। গিল, সূর্যকুমার, অভিষেক কেউই রান পাননি। লোয়ার অর্ডারে জিতেশ শর্মা ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। কিন্তু ব্য়াটিংয়ের সময়ই প্রোটিয়া পেসার ওটনেইল বার্টম্যানের একটি ওভারে একটি বল মিস করেন জিতেশ। সেই বল স্টাম্পের ওপরে বেল ছুঁয়ে যায়। আলোও জ্বলে। কিন্তু তবুও নট আউটই থাকেন জিতেশ।
আসলে নিয়ম হল, বেল যদি মাটিতে না পারে, তাহলে সেই ব্যাটারকে আউট হিসেবে ধরা হবে না। এক্ষেত্রেও জিতেশের স্টাম্পের বেল নীচে না পড়ায় তাঁকে নট আউট ঘোষণা করেন আম্পায়ার।
এদিকে, ম্য়াচে রান তাড়া করতে নেমে ১৬২ রানে অল আউট হয়ে যায় ভারত। ঝোড়ো শুরু করেও বড় রান পেলেন না অভিষেক শর্মা। ৮ বলে ১৭ রান করে ফিরলেন। তবে জোরাল প্রশ্ন উঠতে শুরু করেছে সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম নিয়ে। টানা ব্যর্থ হচ্ছেন। এদিনও ৪ বলে ৫ রান করে ফিরলেন। আগের ম্যাচে দুরন্ত ছন্দে থাকা হার্দিক পাণ্ড্য একবার জীবন পেয়েও ২৩ বলে ২০ করে আউট হলেন। ২১ বলে ২১ অক্ষর পটেলের।
লড়াই করলেন একমাত্র তিলক বর্মা। ২৭ বলে হাফসেঞ্চুরি। ৩৪ বলে ৬২ রান করে তিনি ফিরতেই যবনিকা পড়ল ভারতের ইনিংসে। ১৯.১ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে গেল ভারত। ৫১ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। যারা টস হেরে প্রথমে ব্যাটিং করে তুলেছিল ২১৩/৪। কুইন্টন ডি'কক ৪৬ বলে ৯০ রান করেন। ভারতীয় বোলাররা নজর কাড়তে পারলেন না। অর্শদীপ সিংহ ১৩ বলে ওভার শেষ করে গড়লেন লজ্জার নজির।