নাদিয়াদ: সাম্প্রতিক সময়টা চোপড়া পরিবারের জন্য বেশ ভালই যাচ্ছে। বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) পরিচালিত '১২থ ফেল' সিনেমা দর্শকদের মনে দাগ কেটেছে। দর্শক থেকে চলচ্চিত্র সমালোচক সকলেই প্রশংসায় ভরিয়েছেন। আইপিএস মনোজ কুমার শর্মার জীবন যুদ্ধের কাহিনি নিয়ে তৈরি সিনেমা একদিকে যেখানে দর্শকদের প্রশংসায় কুড়োচ্ছে, সেখানে অন্যদিকে বিধু বিনোদ চোপড়ার ছেলে ২২ গজে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন।


বিধু বিনোদ চোপড়া এবং বিখ্যাত চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়ার সন্তান অগ্নি চোপড়া নিজের রঞ্জি অভিষেকেই অনবদ্য শতরান হাঁকান। রঞ্জির (Ranji Trophy 2024) প্লেট গ্রুপের ম্যাচে সিকিমের মুখোমুখি হয়েছিল মিজোরাম। সেখানেই অগ্নি চোপড়া (Agni Chopra) ম্যাচের প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৭৯ বলে ১৬৬ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৯টি চার এবং সাতটি ছক্কায়। তবে সিকিমের বিরুদ্ধে শেষমেশ ম্যাচ হারতেই হল মিজোরামকে।


সিকিম প্রথম ইনিংসে নয় উইকেটের বিনিময়ে ৪৪২ রান তুলে ডিক্লেয়ার দেওয়ার পর মিজোরাম মাত্র ২১৪ রানেই অল আউট হয়ে যায়। অগ্নির ১৬৬ রানের পর মিজোরামের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বিকাশ কুমার। তিনি ১৮ রান করেন। ফলো অনে ব্যাটিং করতে নেমে মিজোরাম অবশ্য দ্বিতীয় ইনিংসে খানিকটা লড়াই করে। এই ইনিংসেও অগ্নি দুরন্ত ব্যাটিং করেন। শতাধিক স্ট্রাইক রেট অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। ৭৪ বলে ৯২ রান করেন তিনি। তবে শেষমেশ চার উইকেটে ম্যাচ জিতে নেয় সিকিম। ব্যর্থ হয় অগ্নির দুরন্ত লড়াই।


অবশ্য বর্তমানে মিজোরামের হয়ে খেললেও, অগ্নির শুরুটা কিন্তু মুম্বইয়েই। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা অগ্নি মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলেন। তবে পরবর্তীতে তিনি দলবদল করে মিজোরামে যোগ দেন। ২৫ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার গত বছর অক্টোবরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মিজোরামের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। সেই ম্যাচ অবশ্য কেবল পাঁচ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তবে স্বপ্নের রঞ্জি অভিষেকে কিন্তু সাড়া ফেলে দিয়েছেন অগ্নি।


অপরদিকে রঞ্জির প্রথম ম্যাচে বড় হারের পর দিল্লির নেতৃত্ব হারালেন যশ ধূল। পুদুচেরির বিরুদ্ধে রঞ্জি ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে দিল্লিকে। এরপরই দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হয় যে যশকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর বদলে সিনিয়র ক্রিকেটার হিম্মত সিংহকে রঞ্জি বাকি টুর্নামেন্টের জন্য দিল্লি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি থেকে দিল্লির পরের ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন হিম্মত। পুদুচ্চেরীর বিরুদ্ধে ম্যাচে ২ ইনিংসে যথাক্রমে ১৪৮ ও ১৪৫ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি নয়াদিল্লি। ম্যাচে ৯ উইকেটে হারতে হয় তাঁদের। এমনকী ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২ ও ২৩ রান করেন ধূল। 


দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব রাজন মনচন্দা জানিয়েছেন, 'যশ অত্যন্ত প্রতিভাবান প্লেয়ার। কিন্তু এই মুহূর্তে ও ফর্মের বাইরে রয়েছে। আমরা চাই যে ব্যাটার হিসেবে ও নিজে খোলা মনে খেলুক ম্যাচগুলোয়। তাই নেতৃত্বভার ওর থেকে সরিয়ে নেওয়া হল। হিম্মত আমাদের সিনিয়র প্লেয়ার। আগেও ভালভাবে দায়িত্ব সামলেছে। রঞ্জিতে বাকি ম্যাচগুলোতে ওই দায়িত্ব সামলাবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ৫৬ বলে শতরান হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রিয়ান পরাগ, তাও ১০ উইকেটে হারল অসম